গাংনীর চোখতোলায়সড়কে গাছ ফেলে ডাকাতির সাথে জড়িত সন্দেহে একজন গ্রেফতার

 

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার চোখতোলা নামক স্থানে পরিবহন ডাকাতির ঘটনায় লিল্টু মিয়া (২৭) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত আড়াইটার দিকে নিজ বাড়ি থেকে গাংনী থানা পুলিশ তাকে গ্রেফতার করে। সে এ উপজেলার কাষ্টদহ গ্রামের সামসুল হকের ছেলে।

গাংনী থানাসূত্রে জানা গেছে, লিল্টুর নামে চাঁদাবাজি, সন্ত্রাসী, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। প্রতারণার একটি মামলাও রয়েছে। শনিবার রাতে চোখতোলায় ডাকাতির পর গাংনী থানা পুলিশের একাধিক দল বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। এক পর্যায়ে এসআই মল্লিক মনিরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল লিল্টুকে গ্রেফতার করে। গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজুল ইসলাম জানান, চোখতোলায় ডাকাতির ঘটনার মামলায় লিল্টুকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতি সম্পর্কে তার কাছ থেকে তথ্য পাওয়া না গেলেও পরবর্তীতে তথ্য বের হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, শনিবার রাতে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের চোখতোলায় গাছ ফেলে অ্যাম্বুলেন্স, ট্রাক ও জেআর পরিবহনে ডাকাতি সংঘঠিত হয়।