গাংনীর আওয়ামী লীগ নেতা নুরুল আমিন হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি

গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনীর পৌর ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আমিন হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ এবং হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়েছে। গতকাল রোববার বিকেলে গাংনী বাসস্ট্যান্ডে প্রতিবাদ সমাবেশে এ দাবি করা হয়। নুরুল আমিন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) মকবুল হোসেনের কর্মী ছিলেন। গাংনী পৌরসভার প্যানেল মেয়র সামসদ্দীন শেখের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন আসন্ন নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী মকবুল হোসেন। তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের জন্য নুরুল আমিনের মতো একজন দক্ষ কর্মীর খুবই প্রয়োজন ছিলো। তার হত্যাকারীদের খুঁজে বের করে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে।

বক্তব্যে উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের তীব্র সমালোচনা করে বক্তারা বলেন, মকবুল হোসেন রাজপথের রাজনীতি করছেন। দল তাকে মনোনয়ন বঞ্চিত করলেও ভোটারা আগামী ৫ তারিখে তাকে বিজয়ী করবেন। গাংনী উপজেলা যুবলীগের যুগ্মসম্পাদক আমজাদ হোসেনর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান একেএম শফিকুল আলম, গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মকলেছুর রহমান মকুল, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা মমতাজ কাকলী, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক তেঁতুলবাড়ীয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা, কাথুলী ইউপি চেয়ারম্যান কাবুল হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক শফি কামাল পলাশ, উপজেলা ছাত্রলীগ সভাপতি হাসান রেজা সেন্টু, সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন, সাংগঠনিক সম্পাদক সাগর, পৌর ছাত্রলীগ সাধারণ সম্পাদক ইমরান হাবীব, কলেজ ছাত্রলীগ  সাধারণ সম্পাদক উজ্জ্বল, সিপু প্রমুখ। ফুটবল প্রতীকের জয়লাভ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।