গাংনীতে সড়ক দুর্ঘটনায় আহত নির্মাণ শ্রমিকের মৃত্যু

 

গাংনী প্রতিনিধি: আট দিন মৃত্যুর সাথে পাঞ্জালড়ে অবশেষে হেরে গেলেন নির্মাণ শ্রমিক মশিউর রহমান (২৮)। গত ১৪ এপ্রিল মিরপুর থেকে ফেরার পথে গাংনী উপজেলার আকুবপুর নামক স্থানে মোটরসাইকেল ও শ্যালোইঞ্জিনচালিত অবৈধযান আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। গতকাল সোমবার সকালে মেহেরপুর থেকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নেয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।

স্থানীয়সূত্রে জানা গেছে, গাংনী উপজেলার জুগিন্দা গ্রামের মৃত আদালত আলীর ছেলে মশিউর রহমান ছিলেন একজন নির্মাণ শ্রমিক। ১৪ এপ্রিল সন্ধ্যায় কুষ্টিয়ার মিরপুর থেকে পেশাগত কাজ শেষে আলমসাধুযোগে বাড়ি ফিরছিলেন তিনি। আকুবপুর পৌঁছুলে বিপরিতদিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে ওই আলমসাধুর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মশিউর রহমানসহ কয়েকজন নির্মাণ শ্রমিক আহত হন। গুরুতর আহত মশিউরকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়। পরবর্তীতে কুষ্টিয়া, রাজশাহী ও সর্বশেষ গতকাল তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে আনা হয়। উদ্দেশ্য ছিলো টাকা জোগাড় করে ঢাকায় উন্নত চিকৎসার জন্য নেয়া হবে। কিন্তু ঢাকায় পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। তার পরিবার ও সহকর্মীদের মাঝে শোকের ছায়া বিরাজ করছে।