গাংনীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকব্যবসায়ীর কারাদণ্ড

 

গাংনী প্রতিনিধি: শওকত কাজী (৪০) নামের এক মাদকব্যবসায়ীকে এক বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন মেহেরপুর গাংনী উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিনের ভ্রাম্যমাণ আদালত। ১শ গ্রাম গাঁজাসহ গতকাল রোববার বিকেলে পুলিশের হাতে আটকের পর সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত ওই আদেশ দেন। শওকত আলী গাংনী উপজেলার ভাটপাড়া গ্রামের ফয়েজ কাজীর ছেলে।

ভ্রাম্যমাণ আদালত ও গাংনী থানা সূত্রে জানা গেছে, মাদকব্যবসায়ী শওকতকে ১শ গ্রাম গাঁজাসহ গতকাল বিকালে এ উপজেলার দিঘলকান্দি গ্রামের মোড় থেকে আটক করে কষবা পুলিশ ক্যাম্পের একটি দল। সন্ধ্যায় গাংনী উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। শওকত কাজীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ১৯ (৪) এর ৭ (ক) ধারায় দোষী সাব্যস্ত করে ওই আদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। আদালতের নির্দেশে তাকে মেহেরপুর জেলা কারগারে প্রেরণ করা হবে বলে জানান গাংনী থানার ওসি (তদন্ত) মুক্তার হোসেন।