গাংনীতে ভারতীয় কীটনাশকসহ আটক ১

 

গাংনী প্রতিনিধি: ৩০ লিটার ভারতীয় কীটনাশকসহ হুমায়ন কবির (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। গতকাল বুধবার বিকেলে গাংনী উপজেলার তেরাইল বাজারে এ অভিযান চালানো হয়। আটক হুমায়ন কবির এ উপজেলার সহড়বাড়িয়া গ্রামের হারুন-অর-রশিদের ছেলে।

ডিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল তেরাইল বাজারে অভিযান চালায়। এ সময় নসিমনযোগে ওই কীটনাশক গন্তব্যে পার করা হচ্ছিলো। ডিবি পুলিশ নসিমন থেকে ১ লিটার বোতলের ৩০টি কীটনাশকের বোতল উদ্ধার করে। এ সময় স্থানীয়দের সহায়তা হুমায়নকে আটক করা হলেও পালিয়ে যায় তার সহযোগী তেরাইল গ্রারেম মোশারফ হোসেন। অবশ্য নসিমন চালককে প্রাথমিকভাবে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। অভিযানের নেতৃত্বে ছিলেন ডিবি ওসি জামাল উদ্দীন আহম্মেদ ও এসআই দেবাশীষ। ডিবি ওসি জানান, আটক হুমায়ন ও তার সহযোগী মোশারফের নামে ভারতীয় পণ্য পাচারের অভিযোগে গাংনী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ওই মামলার আসামি হিসেবে আজ হুমায়নকে আদালতে সোপর্দ করা হবে।