গাংনীতে বড়া-জিলেপি বিক্রেতাদের ১০ হাজার টাকা জরিমানা

 

গাংনী প্রতিনিধি: বিশুদ্ধ খাদ্য আইন লঙ্ঘন করে বড়া ও জিলেপি তৈরি এবং বিক্রি করার অপরাধে মেহেরপুর গাংনী শহরের ৫ জন ব্যবসায়ীর কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে গাংনী উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন ওই ভ্রাম্যামাণ আদালত পরিচালনা করেন।

বিশুদ্ধ খাদ্য আইনের ১৪ (ক) ধারায় দোষী সাব্যস্ত করে জরিমানা আদায় করা হয়েছে বলে ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে। অভিযানে সহযোগিতা করেন গাংনী থানার এসআই সুশান্তসহ পুলিশের একটি দল।