গাংনীতে বৈদ্যুতিক তারে ঝলসে গেছে রং শ্রমিকের শরীর

গাংনী প্রতিনিধি: বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে শাকিব হোসেন (১৫) নামের এক শ্রমিকের শরীর ঝলসে গেছে। গুরুতর অবস্থায় তাকে কুষ্টিয়া মেডিকেলে ভর্তি করা হয়েছে। একই ঘটনায় শাকিবের সহকর্মী জান্নাতুল ইসলাম (২১) আহত হয়েছে। গতকাল শুক্রবার দুুপুরে মেহেরপুর গাংনী উপজেলার মহিষাখোলা মিয়াপাড়া মসজিদে রংয়ের কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।
আহত ও তাদের স্বজনরা জানান, মিয়াপাড়া মসজিদে রংয়ের কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। দেয়াল পরিষ্কার করার সময় শাকিব ও জান্নাতুল ছাদে উঠেন। অসাবধানতা বশত মসজিদের ওপর দিয়ে প্রবাহিত বৈদ্যুতিক হাই ভোল্টেজের তারের সাথে শরীর স্পৃষ্ট হয়। এতে শাকিবের বাম হাত ও পিঠ ঝলসে যায়। দুজনই ছিটকে পড়েন দূরে। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। শাকিবের শরীরের বেশিরভাগ স্থানে ঝলসে যাওয়ায় দ্রুত তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে রেফার করেন চিকিৎসক। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানান স্বজনরা। অপরদিকে জান্নাতুল প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।