গাংনীতে বৃক্ষ মেলা উদ্বোধন

 

গাংনী প্রতিনিধি: ‘খাদ্য পুষ্টি অর্থ চাই, দেশি ফলের গাছ লাগাই’ এই স্লোগানে দেশীয় ফলদ বৃক্ষের রোপণ বৃদ্ধির লক্ষ্যে মেহেরপুর গাংনী উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ৫ দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলা শুরু হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে এগারটার দিকে উপজেলা পরিষদের সামনে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার আরিফ-উজ-জামান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার রইচ উদ্দীন। উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার মুন্তাজ আলী, গাংনী প্রেসক্লাব সভাপতি রমজান আলী, নারীনেত্রী নুরজাহান বেগম, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক শফি কামাল পলাশসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এর আগে মেলা উদ্বোধন উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি শুরু হয়ে উপজেলা পরিষদের সামনের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মেলায় ১৫ স্টলে ফলদ, বনজ ও ঔষধী গাছের চারা বিভিন্ন নার্সারী মালিকরা বিক্রি করছেন।