গাংনীতে বিদ্যুতস্পৃষ্টে কৃষকের মৃত্যু

 

গাংনী প্রতিনিধি: বৈদ্যুতিক তারের সাথে হেঁসো জড়িয়ে মারা গেছেন মেহেরপুর গাংনী উপজেলার ভরাট গ্রামের মোহন মিয়া (৩৫) নামের এক কৃষক। গতকাল বুধবার দুপুরে নিজ বাড়ির পার্শেই এ ঘটনা ঘটে। নিহত মোহন মিয়া ভরাট গ্রামের নিয়াত আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে মাঠে ফসলের ক্ষেতে সার দেয়ার জন্য বাড়ি থেকে বের হন মোহন। মাথায় একটি গামলায় মধ্যে ছিলো সার ও হেঁসো। বৈদ্যুতিক পার্শ্বসংযোগের সাথে মাথার ওপরে থাকা হেঁসো জড়িয়ে যায়। এতে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন মোহন। তাকে উদ্ধার করে পরিবারের লোকজন গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু হাসপাতালে পৌঁছুনোর আগেই তার মৃত্যু হয়েছে বলে জানান কর্তব্যরত চিকিৎসক। এ সময় বুকফাটা কান্নায় ভেঙে পড়েন নিহতের স্বজনরা। তাদের কান্নায় হাসপাতালের পরিবেশ ভারি হয়ে ওঠে। লাশ জড়িয়ে ধরে মুর্ছা যাচ্ছিলেন কয়েকজন স্বজন। এদিকে মৃত্যু নিশ্চিত জেনে গ্রামের কয়েকজনের সহায়তা দুপুরেই লাশ নেয়া হয় নিজ বাড়িতে। বিকেলেই জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়। দাম্পত্য জীবনে মোহন মিয়া দুই কন্যান সন্তানের জনক। তার অকাল মৃত্যুতে ভেঙে পড়েছেন স্ত্রী, মেয়েসহ পরিবারের সদস্যরা। এ ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।