গাংনীতে বিএনপি নেতা জাভেদ মাসুদ মিল্টনসহ ৫শ নেতাকর্মীর নামে মামলা

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুর জেলা বিএনপিরসহ সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের নামে পুলিশ মামলা দায়ের করেছে। অবরোধের পক্ষে করতে বৃহস্পতিবার গাংনী শহরে বিক্ষোভের সময় পুলিশের কাজে বাধা ও ককটেল বিস্ফোরণে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগ এনে বৃহস্পতিবার রাতেই গাংনী থানায় মামলাটি দায়ের করা হয়েছে। গাংনী থানার উপসহকারী পরিদর্শক (এএসআই) মনিরুজ্জামান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। জেলা যুবদলের সাবেক আহ্বায়ক মুরাদ আলী ও পৌর জিয়া পরিষদের সাধারণ সম্পাদক গাংনী পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর সাহিদুল ইসলামসহ উল্লেখ্যযোগ্য নেতৃবৃন্দের নাম রয়েছে মামলার এজাহারে। বিএনপির অজ্ঞাত আরো ৪ থেকে ৫শ জনকে এ মামলার আসামি করা হয়েছে বলে জানিয়েছেন গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আলম। তবে মামলাটি মিথ্যা ও ষড়যন্ত্র বলে আখ্যায়িত করে জাভেদ মিল্টন জানিয়েছেন, গণতান্ত্রিক আন্দোলনের অংশ হিসেবে অবরোধ বিক্ষোভ করা হচ্ছে। সেখানে পুলিশ কেন বাধা দেবে? তাছাড়া পুলিশের কাজে কোনোপ্রকার বাধা দেয়া হয়নি। মিথ্যা মামলার ভয় দেখিয়ে জণগনের আন্দোলন নস্যাৎ করা যাবে না বলে হুশিয়ার করেন তিনি।

উল্লেখ্য, ১৮ দলীয় জোটের অবরোধ সফল করতে বৃহস্পতিবার সকালে পূর্বমালসাদহ মোড় থেকে জাভেদ মাসুদ মিল্টনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল গাংনী শহর প্রদক্ষিণ করে। মিছিলের শুরুতেই পুলিশ বাধা দিলেও বিপুল সংখ্যক মানুষের উপস্থিতির কারণে আটকাতে পারেনি।