গাংনীতে ফেনসিডিলসহ দু মাদকব্যবসায়ী গ্রেফতার

 

 

গাংনী প্রতিনিধি: ২০ বোতল ফেনসিডিলসহ দু মাদকব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রোববার দুপুর দেড়টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার নওদাপাড়া সড়ক থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। এরা হচ্ছে- এ উপজেলার কাজিপুর গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে ইয়ারুল ইসলাম (৩৫) ও মহাম্মদপুর গ্রামের মৃত বিল্লাল হোসেনের ছেলে জিয়ারুল ইসলাম (৩৪)। দুজনই এলাকার আলোচিত মাদকব্যবসায়ী বলে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে।

গাংনী থানাসূত্রে জানা গেছে, গ্রেফতার হওয়া দুজন একটি মোটরসাইকেলযোগে সীমান্তবর্তী কাজিপুর গ্রাম থেকে ফেনসিডিল নিয়ে নওদাপাড়া গ্রামের উদ্দেশে রওনা দেয়। নওদাপাড়া গ্রামের ঘটপাড়া চার রাস্তার মোড়ে পৌঁছুলে পীরতলা পুলিশ ক্যাম্প ইনচার্জ এএসআই মাজেদুল ইসলাম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে তাদের গ্রেফতার করেন। এসময় তাদের কাছে থাকা শপিং ব্যাগ থেকে ২০ বোতল ফেনসিডিল ও তাদের ব্যবহৃত একটি ডায়াং-১০০ সিসি মোটরসাইকেল (রেজিস্ট্রেশনবিহীন) জব্দ করা হয়। পরে তাদের বিরুদ্ধে গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পুলিশ। ওই মামলায় আজ তাদের মেহেরপুর আদালতে সোপর্দ করা হবে।