গাংনীতে দু জুয়াড়ির কারাদণ্ড

গাংনী প্রতিনিধি: জুয়ো খেলার অপরাধে দু জুয়াড়ির প্রত্যেককে ১০ দিন করে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট গাংনী উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন ওই দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডিতদেরকে মেহেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। এরা হচ্ছে- গাংনীর তেরাইল গ্রামের মুরাদ আলীর ছেলে মাহাতাব আলী (৫০) ও জমসেদ আলীর ছেলে খোকন (৩৫)। বঙ্গীয় জুয়া আইন ১৮৬৭ (৪) ধারায় তাদের দোষী সাব্যস্ত করে দণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। এর আগে রোববার রাত সাড়ে এগারটার দিকে তেরাইল গ্রামের মাহাতাব আলীর বাড়িতে জুয়ো খেলার সময় গাংনী থানা পুলিশের একটি দল তাদেরকে গ্রেফতার করে। পালিয়ে যায় মিলন ও দাউদ হোসেন নামের অপর দু জুয়াড়ি।