গাংনীতে ডাকাতদলের দু সদস্য বোমাসহ গ্রেফতার

 

গাংনী প্রতিনিধি: আব্দুল কুদ্দুস (৩৫) নামের এক ব্যক্তিকে ধারালো অস্ত্রসহ গ্রেফতার করেছে গাংনী থানা পুলিশ। গত শুক্রবার মধ্যরাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পারগোয়ালগ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সে আন্তঃজেলা ডাকাতদলের অন্যতম সদস্য বলে জানায় পুলিশ।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজুল ইসলাম জানান, মহাম্মদপুর গ্রামের নাহারুল ইসলামের বাড়িতে বৃহস্পতিবার রাতে ডাকাতি সংগঠিত হয়। ডাকাতরা নাহারুল ও তার স্ত্রী রওশন আরাকে কুপিয়ে জখম করে নগদ টাকা ও সোনার গয়না লুটে নেয়। ওই ঘটনার জড়িত সন্দেহে বৃহস্পতিবার রাতেই মহাম্মমদপুর গ্রামের ইমরান ও ওরফে ইংরেজকে আটক করে পুলিশে সোপর্দ করে পুলিশ। শুক্রবার বিকালে ইংরেজের স্বীকারোক্তি মোতাবেক তার নিজ বাড়ি থেকে একটি হাতবোমা ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। ওই অভিযানের অংশ হিসেবে শুক্রবার রাতে পারগোয়াল গ্রামে অভিযান চালিয়ে কুদ্দুছের বেয়াই বাড়ি থেকে কুদ্দুসকে ধারালো অস্ত্রসহ গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। ডাকাতির ঘটনয় তারা দুজনেই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। কয়েকটি ডাকাতি মামলার আসামি হিসেবে ইংরেজ ও কুদ্দুসকে গতকালই মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।