গাংনীতে ট্রাকচাপায় স্কুলছাত্রী রিম্পা নিহত

 

গাংনী প্রতিনিধি: সবজি বোঝায় ট্রাক চাপায় স্কুলছাত্রী রিম্পা খাতুনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মেহেরপুর গাংনী উপজেলার বাওট নামক স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনার পর ট্রাক ফেলে পালিয়ে যায় চালক। নিহত রিম্পা খাতুন বাওট গ্রামের দিনমজুর মিনারুল ইসলামের মেয়ে ও বাওট প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।

স্থানীয়সূত্রে জানা গেছে, রিম্পা খাতুন (৭) বাড়ির পাশর্^বর্তী বাওট বাজারে যাচ্ছিলো। মেহেরপুর-কুষ্টিয়া সড়ক পার হওয়ার সময় ঢাকাগামী সবজি বোঝাই একটি ট্রাক (ঝিনাইদহ ন-১১-০১৩১) তাকে চাপা দেয়। ট্রাকের চাকায় তার মাথা পিষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর ট্রাক ফেলে পালানোর সময় চালককে জাপটে ধরেন নিহত রিম্পার চাচা লিটন হোসেন। ট্রাকচালক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে পাশর্^বর্তী দোকানের দেয়ালে আঘাত লেগে মাথা ফেটে যায় লিটনের। দুর্ঘটনার পর সড়কে মরদেহ পড়ে থাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। উত্তেজিত জনতা ট্রাকে ভাঙচুর চালায়। পরে পুলিশ মরদেহ সরিয়ে নিলে আধাঘণ্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

এদিকে রাতেই ট্রাক মালিক পক্ষের সাথে নিহতের পরিবারের সমঝোতা হয়। ওই পরিবারকে আর্থিক সহযোগিতা দিয়ে ট্রাকটি ছাড়িয়ে নেয়া হয়। এ বিষয়ে নিহতের পরিবার মামলা করবে না বলে পুলিশকে জানায়। বিষয়টি মীমাংসা হওয়ায় পরিবারের দাবির প্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের প্রস্তুতি নেয়া হয়। মীমাংসার বিষয়টি নিশ্চিত করেছেন গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।