গাংনীতে একদিনের ব্যবধানে বিদ্যুতস্পৃষ্টে আরো একজন নিহত

 

গাংনী প্রতিনিধি: একদিনের ব্যবধানে মেহেরপুরের গাংনীতে বিদ্যুতস্পৃষ্টে আরও একজন নিহত হয়েছেন। এবার প্রাণ হারিয়েছেন সাহারবাটি গ্রামের বৃদ্ধ আনাত আলী (৬৫)। গতকাল বুধবার দুপুরে বাঁশ কাটতে গিয়ে বৈদ্যুতিক সাইড লাইনের সংযোগে স্পৃষ্ট হয়ে নিহত হন তিনি। আনাত আলী ওই গ্রামের মৃত মফিজ উদ্দীনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির পাশে সাহারবাটি দাখিল মাদরাসা সংলগ্ন ঝাড় থেকে গতকাল দুপুরে বাঁশ কাটতে যান আনাত আলী। বাঁশ বাগানের ভেতর দিয়ে এরশাদ আলীর বাড়ি থেকে দেলোয়ার হোসেনের বাড়িতে বিদ্যুতের সাইড লাইন ছিলো। বাঁশ কাটার এক পর্যায়ে বাঁশের আগা বিদ্যুতের তারে স্পৃষ্ট হলে আনাত আলী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

প্রঙ্গত, গত মঙ্গলবার দুপুরে নিজ বাড়ির সিঁড়ি দিয়ে রড নিয়ে ছাদে ওঠার সময় গাংনীর থানা পাড়ার গৃহবধূ পরী খাতুন বৈদ্যুত স্পৃষ্ট হয়ে নিহত হন।