গাংনীতে অনিবন্ধিত মোটরসাইকেল ও অবৈধ যানবাহন আটকে বিশেষ অভিযান চলছে

 

 

গাংনী প্রতিনিধি: অনিবন্ধিত মোটরসাইকেল ও অবৈধ যানবাহন আটকে মেহেরপুর জেলায় বিশেষ অভিযান শুরু হয়েছে। গতকাল বুধবার সকাল থেকে গাংনী শহরসহ গুরুত্বপূর্ণ সড়কে এ অভিযান শুরু করে পুলিশ। এসময় অর্ধ শতাধিক অনিবন্ধিত মোটরসাইকেল ও ২০টি অবৈধ যান আলগামন আটক করা হয়। অভিযানের খবরে সড়কগুলোতে মোটরসাইকেল চলাচল একেবারেই কমে যায়। সকালে গাংনী বাজারে অভিযান শুরু হয়। গাংনী থানার সেকেন্ড অফিসার এসআই ফারুকুল ইসলাম, এসআই মনিরুজ্জামান ও এসআই আমীর উদ্দীসহ পুলিশের একটি দল দিনব্যাপি এ অভিযান চালায়। কাগজপত্র পরীক্ষার পাশাপাশি অনিবন্ধিত (রেজিস্ট্রেশন বিহীন) মোটরসাইকেল জব্দ করে থানায় নেয়া হয়। অপরদিকে অবৈধ যানবাহন আটক করেও থানা নেয়া হয়।

গাংনী থানা সূত্রে জানা গেছে, অনিবন্ধিত মোটরসাইকেল ও অবৈধ যানবাহনের দৌরাত্বে যেমনি জনদূর্ভোগ বাড়ছে তেমিন অপরাধ কর্মকাণ্ড বৃদ্ধি পাচ্ছে। প্রধান সড়কে শ্যালোইঞ্জিন চালিত অবৈধ যানবাহন যেমন- নছিমন, করিমন, আলগামন, আলমসাধু ও ভটভটি চলাচলে দুর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে। তাই অভিযানে এগুলো আটক করে চলাচল বন্ধ করার প্রক্রিয়া চলছে।