গাঁজা রাখার দায়ে একজনের ৬ মাসের কারাদণ্ড

চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত

 

স্টাফ রিপোর্টার: দামুড়হুদা দশমীর মাসুমকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদলত। গতকাল সোমবার বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা স্টেশনের অদূরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের চুয়াডাঙ্গার সদস্যদের সহযোগিতায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট অসীম কুমার সরকার এ দণ্ডাদেশ দেন।

জানা গেছে, চুয়ডাঙ্গার দামুড়হুদা দশমীর সাহেব আলীর ছেলে মাসুমকে স্টেশন এলাকা থেকে আটক করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা। তার নিকট থেকে ৪ পুরিয়া গাঁজা পাওয়া গেছে বলে অভিযোগ তোলা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তাকে সোপর্দ করা হয়। আদালত তাৎক্ষণিক স্বাক্ষ্যপ্রমাণ পরীক্ষা করে ১৯৯০ সালের সংশোধি ত ২০০৪ সালের ১৯’র ১ ধারায় দোষী সাব্যস্ত করে অভিযুক্তকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন। রায়ের পর তাকে পুলিশের মাধ্যমে জেলা কারাগারে নেয়া হয়।