গাঁজা রাখার অপরাধে মুজিবনগরে ভ্রাম্যমাণ আদালতে চারজনের ১৫ দিন করে কারাদণ্ড

 

মুজিবনগর প্রতিনিধি: গাঁজা রাখার অপরাধে চারজনকে ১৫ দিন করে কারাদণ্ডাদেশ দিয়েছেন মেহেরপুরের মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুন কুমার মণ্ডলের ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার সকাল ১০টার দিকে তিনি ওই দণ্ডাদেশ ঘোষণা করেন। দণ্ডিতরা হলো- সদর উপজেলার আশরাফপুর গ্রামের আশরাফ উদ্দীনের ছেলে তাহাজ উদ্দীন ওরফে তাজু (৩৫),একই গ্রামের নিয়ামত আলীর ছেলে মনিরুল ইসলাম (৩৫), মেহেরপুর শহরের লিপন হোসেন ও হেফাজত আলীর ছেলে আরিফুল ইসলাম (৩৫)।

মুজিবনগর থানাসূত্রে জানা গেছে,মঙ্গলবার সন্ধ্যায় ওই চারজন গাঁজা নিয়ে মোটর সাইকেলযোগে কেদারগঞ্জ বাজারে অবস্থান করছিলো। এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই শঙ্কর ঘোষ সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে দুটি মোটরসাইকেলসহ চারজনকে গ্রেফতার করেন। এসময় তাদের দেহ তল্লাশি করে ৬০ গ্রাম (৩০পুরিয়া) গাঁজা উদ্ধার করা হয়। ভ্রাম্যমাণ আদালত ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১)’র টেবিল ৮(ক) ধারায় দোষী সাব্যস্ত করে তাদের ১৫ দিন করে কারাদণ্ডাদেশ প্রদান করেন। আদালতের আদেশে তাদেরকে মেহেরপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান এসআই শঙ্কর ঘোষ।