গাঁজাসেবন ও বহন করার অপরাধে আলমডাঙ্গা গড়চাপড়ার তরিকুলকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য গাঁজা সেবন করে মাতলামী ও গাঁজা বহন করার অপরাধে গড়চাপড়ার তরিকুলকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন। গতকাল সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা গেছে, উপজেলার গড়চাপড়া গ্রামের আয়ূব আলী ছেলে তরিকুল ইসলাম (২৫) দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য গাঁজা সেবন করেন। গতকাল তরিকুল গাঁজাসেবন করে আইলহাস শিশিরদাড়ি গড়ের বিলে গিয়ে মাতলামী শুরু করেন। গড়ের বিলে শিশির দাড়ি গ্রামের আব্দুর রশিদ নামের এক ব্যক্তি পাট ধোয়ার কাজ করছিলেন। আব্দুর রশিদের বাড়ির পাশে হওয়ায় তার স্ত্রী জাহানারা বেগম ভাত নিয়ে যায়। সে সময় তরিকুলকে তারা ভাত ভাত খেতে দেন। এরপর তরিকুর জাহানারাকে বিভিন্নভাবে অনেক টাকা লোভ দেখায়। বলে এই কথা কাউকে বলা যাবে না। পরে এলাকাবাসী ঘোলদাড়ি পুলিশ ক্যাম্পের আইসি এএসআই আমির হোসেনকে সংবাদ দেন। এএসআই আমির হোসেন দ্রুত গিয়ে তরিকুলকে আটক করেন। আটকের পর তরিকুলের দেহ তল্লাশি করে ৭ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। উপজেলা নির্বাহী অফিসার আজাদ জাহান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তরিকুলকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে আলমডাঙ্গা থানার এসআই আবুল খায়ের সঙ্গীয় ফোর্সসহ উপস্থিত ছিলেন।