গর্ভের সন্তান দেখলো না পৃথিবীর মুখ : বাঁচানো গেল না মাকেও

আলমডাঙ্গার ভোগাইলবগাদী গ্রামের আনাড়ি দাই দিয়ে সন্তান প্রসব করতে গিয়ে বিপত্তি

 

স্টাফ রিপোর্টার: আনাড়ি দাইয়ের কারণে মারা গেলেন অন্তঃসত্ত্বা তহমিনা খাতুন। তাকে তড়িঘড়ি করে হাসপাতালে এনেও বাঁচানো যায়নি। গর্ভের সন্তানও দেখলো না পৃথিবীর মুখ। গতকাল বৃহস্পতিবার দুপুর এ ঘটনা ঘটে। এই চিকিৎসা বিজ্ঞানের যুগে গ্রামের দাই দিয়ে সন্তান প্রসব করাতে গিয়ে গর্ভবতীর মৃত্যু মেনে নিতে পারছে না সচেতন মহল।

জানা গেছে, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ভোগাইলবগাদী গ্রামের মফিজুর রহমান মফিজের স্ত্রী তহমিনা খাতুন (৩৫) দু সন্তানের জননী। তিনি আবারও সন্তান সম্ভবা হলে বাড়িতে এক রকম আনন্দ শুরু হয়। গতকাল বৃহস্পতিবার সকালে তহমিনার প্রসব বেদনা ওঠে। এ সময় গ্রামের এক আনাড়ি দাই দিয়ে সন্তান প্রসব করানোর চেষ্টা চলে। ফলে প্রচুর রক্তক্ষরণের ফলে তহমিনা কাহিল হয়ে পড়েন। অবস্থা মুমূর্ষু হয়ে উঠলে তাকে প্রথমে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে অবস্থা খারাপ হয়ে উঠলে চিকিৎসকেরা চুয়াডাঙ্গায় নেয়ার পরামর্শ দেন। অবস্থা আরো বেসামাল হয়ে উঠলে বেলা দেড়টার দিকে তহমিনাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ভর্তির আধাঘণ্টা পর তহমিনা মারা যান।