গরুব্যবসায়ী আবুল হাশেম নিহত : পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন

ঝিনাইদহ মহেশপুর পলিয়ানপুর-জিন্নাহনগর ঘোপের মাঠে দু দল চোরাকারবারীর মধ্যে ব্যাপক সংঘর্ষ
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে দু দল চোরাকারবারীদের মধ্যে সংঘর্ষে আহত গরুব্যবসায়ী আবুল হাশেম (৩৫) হাসপাতালে মারা গেছে। সে মহেশপুর উপজেলার পলিয়ানপুর গ্রামের বাদল মিয়ার ছেলে। গতকাল শুক্রবার সকালে পলিয়ানপুর-জিন্নাহনগর ঘোপের মাঠে দু দল চোরাকারবারীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
মহেশপুর থানার ওসি শাহিদুল ইসলাম শাহীন জানান, শুক্রবার সকালে চোরাকারবারীরা মহেশপুর উপজেলার পলিয়ানপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে গরু আনতে যায়। একদল গরু ব্যবসায়ী গরু নিয়ে ফিরে আসে। আরেক দল চোরাকারবারী গরু নিয়ে ফেরার সময় ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ’র হাতে ধরা পড়ে। ফিরে আসা চোরাকারবারীরা অপর দলের গরু ধরিয়ে দিয়েছে বলে একদল সন্দেহ করে।
এ নিয়ে শুক্রবার সকালে পলিয়ানপুর-জিন্নাহনগর ঘোপের মাঠে দু দল চোরাকারবারীর মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে গরুব্যবসায়ী আবুল হাশেম প্রতিপক্ষের হামলায় আহত হন। তাকে মুমূর্ষু অবস্থায় প্রথমে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে সন্ধ্যায় তার অবস্থার অবনতি ঘটলে খুলনা হাসপাতালে নেয়ার পথে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি মারা যায়। এ ঘটনার পর মহেশপুর সীমান্ত এলাকার পলিয়ানপুর গ্রামে বিবাদমান উভয় গ্রুপের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।