গভীর শ্রদ্ধা-ভালবাসায় বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতাকে স্মরণ

 

চুয়াডাঙ্গা-মেহেরপুরে আলোচনাসভা ও দোয়াসহ নানা অনুষ্ঠানের মধ্যদিয়ে দিবসটি পালিত

স্টাফ রিপোর্টার: গভীর শ্রদ্ধা-ভালোবাসায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এএইচএম কামারুজ্জামানকে স্মরণ করেছে বাঙালি জাতি। পলাতক খুনিদের দেশে ফিরে এনে আদালতের রায় কার্যকর করার দাবি এবং শহীদদের কবরে শ্রদ্ধাঞ্জলি, আলোচনাসভা, মিলাদ ও দোয়া মাহফিলসহ নানা অনুষ্ঠানের মাধ্যমে গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গা-মেহেরপুরসহ সারাদেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে শোকাবহ জেলহত্যা দিবস।

চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জেল হত্যা দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় জেলা আওয়ামী লীগ কার্যালয় চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ দলীয় পতাকা ও সহ-সভাপতি আসাদুল হক বিশ্বাস জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খুস্তার জামিল, যুগ্ম সম্পাদক যুগ্ম সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নানসহ আওয়ামী লীগ, শ্রমিক লীগ, যুবলীগ, মহিলা লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিকেলে জেলা আওয়ামী লীগ কার্যালয় চত্বরে জেল হত্যা দিবসের আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের  সহসভাপতি নাসির আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। উপস্থিত ছিলেন সহসভাপতি আসাদুল হক বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, অ্যাড. আব্দুল মালেক, আইন বিষয়ক সম্পাদক অ্যাড নুরুল ইসলাম, দফতর সম্পাদক অ্যাড আবু তালেব বিশ্বাস, উপপ্রচার সম্পাদক শওকত আলী বিশ্বাস, জেলা শ্রমিক লীগের সভাপতি আফজালুল হক, জেলা যুবলীগের সাবেক আহ্বাক আরেফিন আলম রঞ্জু, যুবলীগ নেতা আব্দুল কাদের, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক, ছাত্রলীগ নেতা পাভেলসহ আওয়ামী লীগে অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। দোয়া পরিচালনা করেন বিএডিসি বীজ প্রক্রিয়াজাত জামে মসজিদের ইমাম ইবাদত আলী।

চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগ ও থানা ছাত্রলীগের যৌথ আয়োজনে জাতীয় জেল হত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ছাত্রলীগের কেদারগঞ্জস্থ দলীয় কার্যালয়ে আলোচনাসভা ও দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন পৌর ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি মোমিনুল হাসান। প্রধান অতিথি ছিলেন জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক পৌর মেয়র ওবায়দুর রহমান জিপু। বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি শরীফ হোসেন দুদু। বক্তব্য রাখেন কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি বিপ্লব, সদর থানা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক সুমন রেজা, যুগ্মসম্পাদক শঙ্কর শাহা, ইমরান, পৌর ছাত্রলীগের সহসভাপতি জাহাঙ্গীর, যুগ্মসাধারণ সম্পাদক মাফিজুর রহমান মাফি, দফতর সম্পাদক তাপু, কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জানিফ, প্রচার সম্পাদক জ্যাকি, সভায় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগ নেতা সজল, বুলবুল, ভুলন, আছের আলী, মনু, বাবু, খাইরুল, ইমরান, রাকিব, অনিক, সাকিব, ফয়সাল, রানা, বাবু সেবদুল, জিকু, ফাইয়াজ, মাফুজ, তাওরাত, প্লাবন, আফ্রিদি, মারুফ, সবুজ, ইভন, কানন, সানজিদ, মিলন, আকিব, টুটুল, স্তিয়াক যুবলীগ নেতা মোমিন, হানিফ, মিলন, রাজ্জাক, বিপ্লব প্রমুখ। পরিচলনা করেন পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম পারভেজ সজল।

আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, আলমডাঙ্গা উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে জেল হত্যা দিবস যথাযথভাবে পালিত হয়েছে। সকালে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন শেষে ১ মিনিট নীরবতা পালন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। বিকেল ৪টার দিকে আলোচনাসভায় আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে আলোচনাসভার আয়োজন করা হয়। পৌর আওয়ামী লীগের সভাপতি আবু মুসার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াকুব আলি মাষ্টার। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক শহিদুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, সহসভাপতি ডাউকি ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান। পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহিদা সিরাজ, আওয়ামী লীগ নেতা আমিরুল ইসলাম চুন্নু, শহিদুল হক, আব্দুল মান্নান, পৌর কাউন্সিলর জহুরুল ইসলাম স্বপন, পৌর যুবলীগের সভাপতি পৌর কাউন্সিলর আব্দুল গাফ্ফার, যুবলীগ নেতা সাইফুর রহমান পিন্টু, পাপন রহমান, পৌর ছাত্রলীগের সভাপতি নয়ন সরকার, আলমডাঙ্গা ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক, পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাহিদ হাসান তমাল, ছাত্রলীগ নেতা রকি, লিটন, সজীব, রনি, সাকিব, কাজল প্রমুখ।

অপরদিকে, আলমডাঙ্গার মুন্সিগঞ্জে জাতীয় জেল হত্যা দিবস পালিত হয়েছে। বিকেল ৫টার দিকে মুন্সিগঞ্জ পশুহাটস্থ আওয়ামী লীগের কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন, জেহালা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক হাসিনুজ্জামান হান্নান, আওয়ামী লীগ নেতা বুদো মিয়া, আজিল হক, রমজান আলী, আনছার আলী মাস্টার, নজরুল মেম্বার, মজিদ, আলম, কালামসহ ইউনিয়ন যুবলীগের সভাপতি মঈন হাসান, সাংগঠনিক সম্পাদক বকুল হোসেন প্রমুখ। মিলাদ পরিচালনা করেন কৃষ্ণপুর জামে মসজিদের পেশ ঈমাম হাফেজ ইকতিয়ার হোসেন।

জীবননগর ব্যুরো জানিয়েছে, জীবননগরে আওয়ামী লীগে কার্যালয়ে দিবসটি উপলক্ষে অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তূজা। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ নজরুল ইসলাম, যুগ্মসম্পাদক আলী আহাম্মদ, দফতর সম্পাদক আপেল মাহমুদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুন্সী নাসির উদ্দীন, আওয়ামী লীগ নেতা শাহিনুর রহমান মাস্টার, মিজানুর রহমান নেনু, জাকির হোসেন, আফজালুর রহমান ধীরু। যুবলীগ নেতা শামীম ফেরদৌসের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন আকিমুল ইসলাম, সাজ্জাদ হোসেন বিশ্বাস, শফিকুল ইসলাম নান্নু, থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক চঞ্চল দাস, পৌর ছাত্রলীগের সভাপতি শরিফ উদ্দীন, রনি, প্রজন্মলীগের সীমান্ত ইউনিয়ন সভাপতি আমিনুর রহমান, পৌর আহ্বায়ক পলাশ ও কালাম প্রমুখ।

দর্শনা অফিস জানিয়েছে, দিবসটি পালনে দর্শনা পৌর আ.লীগের আয়োজনে সকাল ৮টার দিকে পৌর আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয়, দলীয় ও শোকপতাকা উত্তোলন, প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে অনুষ্ঠিত হয়েছে স্মরণসভা। প্রধান অতিথির বক্তব্য দেন, চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মঞ্জু। দর্শনা পৌর আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, দর্শনা পৌর মেয়র, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, উপজেলা আ.লীগের যুগ্মসম্পাদক, ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলম, আ.লীগ নেতা হাজি জয়নাল আবেদীন, শফিকুল আলম, আমির হোসেন, মোমিনুল ইসলাম, আ. রফিক কাবি, গোলাম ফারুক আরিফ, দাউদ হোসেন, মোশাররফ হোসেন, শ্রমিক নেতা মোস্তাফিজুর রহমান, ফারুক আহম্মেদ, হবা জোয়ার্দ্দার, যুবলীগ নেতা আ. হান্নান ছোট, আজিজুর রহমান বাবু, হাবিবুর রহমান মিলন, শেখ আসলাম আলী তোতা, মামুন শাহ, সোলায়মান কবির, অহিদুল ইসলাম, আক্তারুল ইসলাম, আব্দুর রহমান, ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম ববি, আরিফ মল্লিক, নাহিদ পারভেজ, তোফাজ্জেল হোসেন তপু, লোমান, আলামিন, রায়হান, প্রভাত, মোহাম্মদ, রকি প্রমুখ।

মেহেরপুর অফিস জানিয়েছে, দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৯টার দিকে পৌর কমিউনিটি সেন্টারে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে জেলা আওয়ামী লীগ। জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, যুগ্ম সম্পাদক অ্যাড.  ইব্রাহীম শাহীন, জেলা যুবলীগের সাবেক সভাপতি সাজ্জাদুল আনাম, জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি মফিজুর রহমান মফিজ, বর্তমান সভাপতি বারিকুল ইসলাম লিজন ও আমিনুল ইসলাম খোকনসহ আওয়ামী লীগ ও অংগ সংগঠনের নেতা-কর্মীরা জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন।

এদিকে বিকেল সাড়ে ৪টার দিকে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানসহ জাতীয় চার নেতার স্মরণে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুল হালিমের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, সহসভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, অ্যাড. শাজাহান আলী, যুগ্ম সম্পাদক অ্যাড. ইব্রাহীম শাহীন, জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শামীম আরা হীরা, আমদহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা জজ আদালতের অতিরিক্ত পিপি অ্যাড. শহিদুল হক, জেলা যুবলীগের সাবেক সভাপতি সাজ্জাদুল আনাম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মফিজুর রহমান মফিজ, বর্তমান সভাপতি বারিকুল ইসলাম লিজন, মুজিবনগর ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি একে আজাদ সাগর, জেলা যুব মহিলা লীগের সভাপতি সামিউন বাশিরা পলি প্রমুখ। পরে সেখানে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মেহেরপুর দারুল উলুম আহমদিয়া ফাজিল মাদরাসার শিক্ষক মাও. হাসানুজ্জামা।

গাংনী প্রতিনিধি জানিয়েছেন, সাংগঠনিক শৃঙ্খলা লঙ্ঘণ ও দুর্নীতি করে দলের কেউ রক্ষা পাবে না বলে সতর্ক করলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় গাংনী পৌর আওয়ামী লীগ আয়োজিত জেল হত্যা দিবসের আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন তিনি।

বক্তব্যে তিনি বলেন, উন্নয়ন অগ্রযাত্রায় শেখ হাসিনার নেতৃত্ব আজ বিশ্বব্যাপী প্রশংসিত। বিশ্বের নামী-দামী দেশ জঙ্গি নির্মূলে ব্যর্থ হলেও অভাবনীয় সফলতা দেখিয়েছে বাংলাদেশ। বঙ্গবন্ধুর স্বপ্ন পুরণে ক্ষুধামুক্ত, সুখি-সম্মৃদ্ধ উন্নত দেশ গড়তে নিরলস প্রচেষ্টা চালাচ্ছেন প্রধানমন্ত্রী। এই উন্নয়ন অগ্রযাত্রায় নেতাকর্মীদের আরো বেশি সহযোগিতা করা প্রয়োজন। এক্ষেত্রে দলীয় দৃষ্টিভঙ্গি নয়, প্রকৃত যারা দুস্থ তাদেরকেই স্বাবলম্বী হতে সহযোগিতার হাত বাড়াতে হবে।

দেশের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে জেলা আ.লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, দলের মধ্যে কেউ বেঈমানী, বাটপারী ও দুর্নীতি করলে ফল তাকেই ভোগ করতে হবে। কারো দয়া বা অনুগ্রহে আওয়ামী লীগ চলে না। যারা দলকে ভাঙ্গিয়ে ফায়দা লুটতে চায় তাদেরকে দুরে থাকার পরামর্শ দেন তিনি। অনুষ্ঠানের আয়োজক পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, যারা দলীয় কর্মসূচিতে বাধা দেয় তারা দলের কেউ নয়। তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

বিভিন্ন সময়ে দলীয় সিদ্ধান্ত অমান্য করে যারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন তাদের ভুল শুধরে নেয়ার শেষ সুযোগ এসেছে জানিয়ে তিনি আরও বলেন, আসছে জেলা পরিষদ ও সংসদ নির্বাচনে দলীয় একক প্রার্থীর পক্ষে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে শেখ হাসিনার মুখ উজ্জ্বল করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। বক্তব্যে বঙ্গ বন্ধু ও জাতীয় চার নেতার জীবনী তুলে ধরেন তিনি।

বিশেষ অতিথির বক্তৃতায় বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার আত্মত্যাগের বিষয় তুলে ধরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন বলেন, তাদের আত্মত্যাগ ও স্বপ্নের মধ্য দিয়ে আজ বাংলাদেশ নামক রাষ্ট্রে বিশ্বে দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের রুখে দিতে আজকের এই দিনে নেতাকর্মীদের শপথ নিতে হবে।

অনুষ্ঠানে গাংনী পৌর আ.লীগের সভাপতি সানোয়ার হোসেন বাবলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবুর ব্যবস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আ.লীগের সহসভাপতি শহিদুল ইসলাম বিশ্বাস, কৃষি বিষয়ক সম্পাদক ফজলুল হক, উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মহিবুর রহমান মিন্টু, জেলা কৃষক লীগ সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন, গাংনী উপজেলা যুবলীগ সভাপতি মোশাররফ হোসেন, পৌর আ.লীগের যুগ্ম সম্পাদক জাকির হোসেন বাচ্চু, শিক্ষা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান কাউন্সিলর, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি শাহানা ইসলাম, সাধারণ সম্পাদক ফারহানা ইয়াছমিন, উপজেলা বাস্তুহারা লীগ সভাপতি আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ও উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন ইউনিট নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন যুবলীগ নেতা রকিবুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতেই বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার রুহের মাগফেরাত কামনা করে ১ মিনিট নীরবতা পালন করা হয়।