গণধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ :পুলিশের জলকামান

 

মাথাভাঙ্গা মনিটর: দু কিশোরীকে গণধর্ষণ ও হত্যার পরে গাছে ঝুলিয়ে রাখার ঘটনার প্রতিবাদেভারতের উত্তর প্রদেশের লাক্ষ্মৌ শহরে মুখ্যমন্ত্রীর কার্যালয়ের সামনেবিক্ষোভ করেছেন নারীরা। এ সময় পুলিশ তাঁদের ওপর জলকামান ছুড়েছে।নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে শতাধিক বিক্ষোভকারী ওই এলাকায় বিক্ষোভ করেন।এক বিক্ষোভকারী বলেন, ‘আমরা ঘুমিয়ে নেই, আমরা জেগে আছি। নারীর প্রতি সহিংসতা অবশ্যই বন্ধ করতে হবে।’ বিক্ষোভকারীদের সরিয়ে দেয়ার সময় ভিড় থেকে মধ্যবয়স্ক এক ব্যক্তিপুলিশের উদ্দেশে বলেন, ‘আমরা এখানে থাকতে এসেছি, এখান থেকে চলে যেতেআসিনি।’ বাদাউন শহরের কারতা গ্রামে গত বুধবার সকালে একটি গাছ থেকে ঝুলন্তঅবস্থায় দু কিশোরীর লাশ উদ্ধার করা হয়। পরীক্ষার পর দেখা গেছে, তাদেরওপর কয়েকবার যৌন নির্যাতন চালানো হয়েছে।