খোকার বাড়িতেও গুলিবর্ষণ

স্টাফ রিপোর্টার: বিএনপি ঢাকা মহানগর কমিটির সদস্য সচিব আবদুস সালামের বাড়ির পর সভাপতি সাদেক হোসেন খোকার বাড়িতেও গুলিবর্ষণ হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিরোধীদলের হরতালে বিভিন্ন মন্ত্রী ও সংসদ সদস্যের বাড়ির সামনে বোমা বিস্ফোরণের মধ্যে গতকাল সোমবার রাতে বিএনপি ঢাকার দু নেতার বাড়িতে গুলিবর্ষণ হয় বলে তাদের সহকারীরা জানিয়েছেন। ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার গোপীবাগের বাড়িতে গুলিবর্ষণ হয় বলে অভিযোগ পাওয়া গেছে। তবে তিনি তখন ওই বাড়িতে ছিলেন না।

বিএনপির কেন্দ্রীয় সহসভাপতি খোকার ব্যক্তিগত সহকারী মনিরুল ইসলাম খান জানান, রাত পৌঁনে ১টার দিকে পাঁচটি মোটরসাইকেলে একদল যুবক এসে বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে। এলাকাবাসী তৎপর হয়ে ওঠার পর হামলাকারীরা পালিয়ে যায় বলে তিনি জানান। খোকা বর্তমানে থাকেন গুলশানের বাড়িতে। তবে সম্প্রতি তার দু বাড়িতেই কয়েকদফা তল্লাশি চালায় পুলিশ।

এর আগে রাত ৯টার দিকে বিএনপি নেতা সালামের শান্তিনগরের বাসায় গুলিবর্ষণ হয় বলে তার ব্যক্তিগত কর্মকর্তা শওকত হোসেন জানিয়েছেন।