খূলনা রামপালে যুবক হত্যা মামলার আসামি ঝিনাইদহ মহেশপুরের এক দম্পতি গ্রেফতার

 

মহেশপুর প্রতিনিধি: খুলনা বাগের হাটের রামপালে আলমগীর শেখ নামে এক যুবক হত্যার ঘটনায় জড়িত থাকার সন্দেহে এক দম্পত্তিকে মহেশপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। ১৮ই ডিসেম্বর বিকেলে রামপাল পুলিশের দেয়া তথ্য মতে মহেশপুর থানা পুলিশ পৌর এলাকা থেকে মিরাজুল ও তার স্ত্রী সাবিনা খাতুনকে গ্রেফতার করে।

পুলিশ বলেছে, আটক মিরাজুল ইসলাম যোগিহুদা গ্রামের বাচ্চু মিয়ার ছেলে এবং সাবিনা রামপাল থানার বাঘা গ্রামের সলেমান ম-লের মেয়ে। পুলিশ ধারণা করছে, হত্যাকা-ের পর মিরাজুল ইসলাম ও তার স্ত্রী সাবিনা খাতুন পালিয়ে আসে ঝিনাইদহের মহেশপুরে। রামপাল থানার সেকেন্ড অফিসার এসআই ইমারত হোসেন জানান, মিরাজুল ও সাবিনা কিছুদিন আগে বিয়ে করে স্বামী স্ত্রী হিসেবে বসবাস করে আসছিলেন। গত বৃহস্পতিাবার রাতে পূর্ব শত্রুতার কারণে রামপাল উপজেলার মালিয়াডাঙ্গা গ্রামের আলমগীর শেখের বাসার মধ্যে এসে স্বামী স্ত্রী মিলে পিটিয়ে গলায় ফাঁস দিয়ে হত্যা করে। এরপর তার মরদেহ বাড়ির পাশে একটি পুকুরে ফেলে পালিয়ে যায়। এ ঘটনায় মিরাজুল ও সাবিনাকে আসামি করে নিহতের স্বজনরা রামপাল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে বলে এসআই ইমারত জানান।