খাদ্যে ফরমালিন ও রাসায়নিকমুক্ত বাংলাদেশের দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন কর্মসূচি

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় খাদ্যে ফরমালিন ও রাসায়নিকমুক্ত বাংলাদেশের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। প্রথম আলো বন্ধুসভা ও ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ চুয়াডাঙ্গার যৌথ উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা বড় বাজার শহীদ হাসান চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ওবাইদুল ইসলাম জোয়ার্দ্দার, শিক্ষক ড. নাহিদ পারভেজ ও প্রভাষক আমিরুল ইসলাম, প্রথম আলোর চুয়াডাঙ্গা প্রতিনিধি শাহ আলম সনি ও প্রথম আলো বন্ধুসভা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আব্দুল ওহাব বক্তব্য রাখেন।

ভাইস চ্যান্সেলর ওবাইদুল ইসলাম জোয়ার্দ্দার বলেন, খাদ্যে যারা ফরমালিন মেশাচ্ছেন, তারা নিজেদের অজান্তেই নিজের পরিবারকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে। তাই, নিজের পরিবারও দেশের মানুষকে রক্ষায় খাদ্যে ফরমালিনসহ সকল প্রকার রাসায়নিকের অপব্যবহার বন্ধ করতে হবে।