ক্ষমতায় গেলে রাষ্ট্রপতি শাসন চালু করবো : এরশাদ

স্টাফ রিপোর্টার: ক্ষমতায় গেলে দেশে রাষ্ট্রপতির শাসন চালু করার কথা বললেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। গতকাল রোববার রাজধানীর বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে এ কথা বলেন তিনি। এদিন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে জাতীয় পার্টির যৌথসভা অনুষ্ঠিত হয়। সংসদীয় গণতন্ত্রের সমালোচনা করে এরশাদ বলেন, সংসদীয় গণতন্ত্রের নামে দু দল জনগণকে ভাঁওতা দিয়ে যাচ্ছে। সংসদীয় গণতন্ত্র আমি চাই না। ক্ষমতায় গেলে রাষ্ট্রপতি শাসন ব্যবস্থার সাথে প্রাদেশিক সরকার চালু করবো।