ক্লিনিক ডায়াগনস্টিক ব্যবসার সরকারি অনুমোদন না থাকায় চুয়াডাঙ্গা সরোজগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালতের জেল-জরিমানা

 

 

সরোজগঞ্জ প্রতিনিধি:ক্লিনিক ব্যবসার সরকারি অনুমোদন না থাকায় চুয়াডাঙ্গার সরোজগঞ্জ বাজারের আল-মদিনা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিকের মালিক আজিজুল হক আঙ্গুরকে ৭ দিনের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে মেডি হার্ড ডায়াগনস্টিকের ম্যানেজারকে দু হাজার টাকা ও ডক্টারস ডায়াগনস্টিকের মালিককে দু হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে চুয়াডাঙ্গা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার সাদাত এ আদালত পরিচালনা করেন।

জানা গেছে, সরকারি কোনো অনুমোদন না থাকায় দণ্ডবিধি ২৬৯ও বেসরকারি ক্লিনিক ব্যবসা ১৯৮২/৮ ধারায় সরোগঞ্জের আল-মদিনা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিকের মালিক আজিজুল হক আঙ্গুরকে ৭ দিনের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমান করা হয় ও একই অপরাধে রানা ফার্মেসির ৫ হাজার টাকা মেডিহার্ড ডায়াগনস্টিক ও ডক্টারস ডায়াগনস্টিকের নিকট থেকে দু হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সহযোগিতা করেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ডা. সউদ কবির মালিক জন।