কোরবানির পশুর স্বাস্থ্য পরীক্ষায় ১১ মেডিকেল টিম

স্টাফ রিপোর্টার: কোরবানির পশুর স্বাস্থ্য পরীক্ষায় রাজধানীর প্রবেশপথের ১১টি পয়েন্টে মেডিকেল টিম বসানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্টেরয়েড ব্যবহার করে গরু মোটাতাজাকরণ নিয়ে জনমনে শঙ্কার প্রেক্ষাপটে কোরবানির পশুর গুরুত্বপূর্ণ হাটগুলোতে ওই সব মেডিকেল টিম কাজ করবে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আলী নূর এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, ক্রেতারা ওইসব কেন্দ্র থেকে কোরবানির পশু পরীক্ষা করিয়ে নিতে পারবেন। পশুর শরীরে ক্ষতিকর উপাদান পরীক্ষায় রাজধানীর কোরবানির হাটগুলোতে পশু চিকিৎসক নিয়োগের নির্দেশনা চেয়ে সোমবারই হাইকোর্টে একটি রিট আবেদন হয়। এ বিষয়ে আদালতের নির্দেশনা আসার আগেই হাটে পশু চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত জানালো মন্ত্রণালয়।