কোটচাঁদপুরে মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা অসুস্থ : স্কুল ছুটি ঘোষণা

কোটচাঁদপুর প্রতিনিধি: কোটচাঁদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মেয়েরা গতকাল মঙ্গলবার সকালে ক্লাস শুরুর পরই একে একে জ্ঞান হারাতে থাকে। এ অবস্থায় স্কুল কর্তৃপক্ষ দ্রুত স্কুল ছুটি ঘোষণা করে এবং জ্ঞান হারিয়ে ফেলা মেয়েদের হাসপাতালে নিয়ে যায়। কোটচাঁদপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইছাহাক আলী জানান, প্রতিদিনের ন্যায় মঙ্গলবার সকালে মেয়েদের ক্লাস শুরু হয়। বেলা সাড়ে দশটার দিকে প্রথমে অষ্টম শ্রেণির এক ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে স্কুলের অন্য শ্রেণির মেয়েরা একে একে জ্ঞান হারাতে থাকে। প্রথমে স্কুল কর্তৃপক্ষ বিষয়টি তেমন গুরুত্ব না দিলেও অসুস্থর সংখ্যা বাড়তে থাকায় স্কুল ছুটি ঘোষণা করা হয় এবং কমপক্ষে ২০ জন বিভিন্ন শ্রেণির মেয়েকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, খালি পেটে থাকা ও অত্যাধিক গরমের কারণে এমনটি হয়েছে। অভিভাবকদের অভিযোগ, এ গরমে মেয়েদের পায়ে কেডস পরতে বাধ্য করায় মেয়েরা অসুস্থ হয়ে পড়ছে।