কোটচাঁদপুরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু :মা আহত

 

কোটচাঁদপুর প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এখলাস উদ্দিন (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টার দিকে কোটচাঁদপুর পৌর এলাকার সলেমানপুর কারিগরপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। এখলাস উদ্দিন শহরের সলেমানপুর কারিগরপাড়ার মৃত ইসলাম উদ্দীনের ছেলে। এ ঘটনায় এখলাস উদ্দিনের মা বানু বেগম আহত হয়েছেন। তিনি কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, প্রায় তিনশমিটার দূর থেকে নেয়া বিদ্যুতের সংযোগ তার ঝড়ে পুকুরের পানিতে পড়ে যায়। এনিয়ে বেশ কিছুদিন ধরে বিদ্যুতের সমস্যা চলছিলো এখলাসের বাড়িতে। শনিবার সকালে তা মেরামত করতে ডেকে আনা হয় স্থানীয় এক বিদ্যুত মিস্ত্রিকে। ওই মিস্ত্রি এখলাস ও তার মা বানু বেগমকে বিদ্যুতের তার টেনে তুলতে বলে। এখলাস পানিতে নেমে পুকুরে ঝুলে পড়া তারে টান দেয়। তার মা ওপর থেকে টানতে থাকেন। একপর্যায়ে জিআই তারে বিদ্যুতস্পৃষ্ট হয় মা ও ছেলে। বিষয়টি বুঝতে পারে প্রতিবেশীরা। তারা শুকনো বাঁশ দিয়ে তার সরিয়ে নিয়ে তাদের উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় দায়িত্বরত চিকিৎসক ডা. সিদ্দিকুর রহমান এখলাস উদ্দিনকে মৃত ঘোষণা করেন। নিহত এখলাসের তিনটি কন্যাসন্তান রয়েছে। এ ঘটনায় কোটচাঁদপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। এলাকাবাসী এ ঘটনায় বিদ্যুত বিভাগের অবহেলা ও উদাসীনতাকে দায়ী করছে।