কোটচাঁদপুরে প্রায় অর্ধকোটি টাকার সোনাসহ একজন আটক

কোটচাঁদপুর প্রতিনিধি: কোটচাঁদপুর থানা পুলিশ প্রায় অর্ধকোটি টাকার সোনা ও সোনার বারসহ এক সোনা চোরাকারবারীকে আটক করেছে। সোনার বারগুলো ঢাকা থেকে চুয়াডাঙ্গা জেলার সীমান্তবর্তী জীবননগর রুট দিয়ে ভারতে পাচারের উদ্দেশে নেয়া হচ্ছিলো।

কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিদুল ইসলাম শাহীনের নেতৃত্বে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার ভোর ৫টার দিকে কোটচাঁদপুর থানার সামনে ঢাকা থেকে ছেড়ে আসা জেআর পরিবহনে তল্লাশি চালান। এ সময় ওই পরিবহনে জসিম উদ্দীন নামে এক যাত্রীর দেহ তল্লাশি করে সোনা ও সোনার বারসহ ৮৪ ভরি সোনা উদ্ধার করেন। পুলিশ জানায়, আটককৃত সোনার বাজার মূল্য প্রায় ৪৬ লাখ টাকা। আটক জসিমউদ্দীন মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার গোবিন্দল গ্রামের হাজি নুর মোহাম্মদের ছেলে। এ ব্যাপারে কোটচাঁদপুর থানায় মামলা হয়েছে। এর আগেও গত ৪ মার্চ একইভাবে ৯০ ভরি সোনাসহ দুজনকে কোটচাঁদপুর থানা পুলিশ আটক করে।