কোটচাঁদপুরে জামায়াত সমর্থিত ৩ ইউপিচেয়ারম্যান আটক

 

 

ঝিনাইদহ অফিস: নাশকতার আশঙ্কায় ঝিনাইদহের কোটচাঁদপুরে জামায়াত সমর্থিত তিন ইউপি চেয়ারম্যানকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল রোববার বেলা ১২টার দিকে জেলা শহরের মহিষাকুণ্ডু এলাকা থেকে তাদেরকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন-কোটচাঁদপুর উপজেলার বলুহর ইউপি চেয়ারম্যান শাহ আলম, দোড়া ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ও সাবদারপুর ইউপি চেয়ারম্যান আজগার আলী। আটককৃত তিনজনই কোটচাঁদপুর উপজেলা জামায়াতের সূরা সদস্য।

ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সলেমান হোসেন জানান, আটককৃত তিনজন দুপুরে ঝিনাইদহ শহরের মহিষাকুণ্ডু এলাকায় একটি মেহগনি বাগানে বসে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা, অস্ত্র ছিনতাই ও ভাঙচুরের অভিযোগে কোটচাঁদপুর থানায় একাধিক মামলা রয়েছে। আটককৃতদের জেলহাজতে পাঠানো হয়েছে।

তবে এসব মামলায় আটককৃতরা জামিনে থাকলেও রাজনৈতিক হয়রানির করতেই তাদের আটক করা হয়েছে বলে দাবি করেছে জেলা জামায়াত। জেলা শিবিরের সভাপতি মো. ওমর ফারুক জানান, হত্যামামলায় হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে পুলিশ তাদের আটক করেছে।