কোটচাঁদপুরে জামায়াত-শিবিরের ৭ নেতাকর্মী আটক

 

কোটচাঁদপুর প্রতিনিধি: কোটচাঁদপুরে ইসলামী ছাত্র শিবিরের সাংগঠনিক বৈঠকে পুলিশ হানা দিয়ে শিবিরের থানা অর্থ সম্পাদকসহ ৭ জামায়াত-শিবির নেতাকর্মীকে আটক করেছে।

পুলিশ জানায়, উপজেলার হরিন্দিয়া গ্রামে গতকাল বুধবার সকাল ১১টার দিকে শিবিরের ৩৫/৪০ জন নেতাকর্মী সাংগঠনিক বৈঠক করছিলো। পুলিশ গোপন সূত্রে এ বৈঠকের সংবাদ পেয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদুল ইসলাম শাহিনের নেতৃত্বে সেখানে দ্রুত অভিযান চালায়। এ অভিযানে পুলিশ শিবিরের থানা অর্থ সম্পাদক শিহাব উদ্দীন (১৮), উপজেলার কুশনা অঞ্চলের শাখা সভাপতি হাসান আল-মামুন (১৮), কাগমারী অঞ্চলের শাখা সভাপতি মামুন হোসেন (২০), রেজাউল করিম (১৮), আব্দুল্লাহ আল মামুন (১৮), মিশন হোসেন (১৮) ও জামায়াত সমর্থক শিক্ষক আবু তালেবকে (৩৭) আটক করে। পুলিশ ঘটনাস্থল থেকে শিবিরের মাসিক চাঁদা আদায়ের রশিদ, ব্যক্তিগত দৈনিক ও মাসিক রিপোর্ট বই জব্দ করেছে। পুলিশের দাবি, শিবিরের এ বৈঠকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করা হচ্ছিলো।