কে কোথায় নামাজ পড়বেন

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি চুয়াডাঙ্গা পৌর ঈদগা ময়াদনে প্রথম জামাতে নামাজ আদায় করবেন। পরে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মী, সরকারি বেসরকারি গণ্যমান্য ব্যক্তিসহ সাধারণ জনগণের সাথে কুশলবিনিময় করবেন। চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর ঈদের নামাজ আদায় করবেন গ্রামের বাড়ি দামুড়হুদার রঘুনাথপুরে। সেখানে আত্মীয়-স্বজন, নেতাকর্মি ও শুভাকাংখিদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন।

মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন মেহেরপুর পৌর ঈদগাহ ময়দানে নামাজ পড়বেন। মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মো. মকবুল হোসেন গাংনীর কেন্দ্রীয় ঈদগা ময়দানে নামাজ পড়বেন। মেহেরপুর-চুয়াডাঙ্গা আসনের সংরক্ষিত মহিলা সংসদ সদস্য সেলিনা আক্তার বানু ঈদ করবেন মেহেরপুরে। চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ মো. রবিউল ইসলাম নিজ জেলা মেহেরপুরের গাংনীতে পরিবার নিয়ে ঈদ উদযাপন করবেন।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ চুয়াডাঙ্গায় সপরিবারে ঈদ উদযাপন করবেন। তিনি ডিসি অফিস প্রাঙ্গণে টেনিসকোর্টে ঈদের নামাজ আদায় করবেন। তারপর জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ গণ্যমান্য ব্যক্তির সাথে কুশলবিনিময় করবেন। পরে তিনি সদর হাসপাতাল, শিশু পরিবার ও জেলা কারাগার পরিদর্শন করবেন। চুয়াডাঙ্গা পুলিশ সুপার নিজাম উদ্দীন পুলিশ লাইন ঈদগা ময়দানে নামাজ আদায় করেবেন। তিনি সারাদিন অফিসিয়াল কাজ নিয়ে ব্যস্ত দিন পার করবেন।

চুয়াডাঙ্গা জেলা পরিষদ চেয়ারম্যান শেখ শামসুল আবেদীন খোকন আলমডাঙ্গা দারুস সালাম ঈদগায়ে নামাজ আদায় করবেন। ঈদের দিন নামাজ আদায় শেষে এলাকার নেতাকর্মীসহ আত্মীয়স্বজনদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময়ের মধ্যদিয়ে দিনটি অতিবাহিত করবেন। চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক লে. কর্নেল মোহাম্মদ রাশিদুল আলম জাফরপুরস্থ বিজিবি ব্যাটালিয়ন মাঠে ঈদের নামাজ আদায় করবেন। পরে নিজ বাসভবনে কুশলবিমিয়ন শেষে সীমান্তের বিভিন্ন স্থান পরিদর্শন করবেন। চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক প্রফেসর ড. মাহবুব হোসেন মেহেদী তিনি নিজ গ্রাম তালতলায় ঈদগা ময়দানে নামাজ আদায় করবেন। চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু চুয়াডাঙ্গা পৌর ঈদগাহ ময়াদনে প্রথম জামাতে ঈদের নামাজ আদায় শেষে বাবার কবর জিয়ারত করবেন। পরে তিনি সিঅ্যান্ডবি পাড়ায় পিতার কবর জিয়ারত করবেন। এরপর তিনি কেদারগঞ্জস্থ পার্টি অফিসে দলীয় নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করবেন। বিকেলে পৌর এলাকায় ঘুরতে বের হবেন। চুয়াডাঙ্গা সদর উপজেলা চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সহসভাপতি আসাদুল হক বিশ্বাস আলুকদিয়া-মনিরামপুর নিজ গ্রামের ঈদগা ময়দানে নামাজ আদায় করবেন। আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দিন নিজ গ্রাম কুমারী গ্রামে ঈদের নামাজ আদায় করবেন। পরে তিনি নিজ বাড়িতে পরিবারের সদস্যদের নিয়ে আনন্দ উপভোগ করবেন। পৌর মেয়র হাসান কাদির গনু নিজ গ্রাম এরশাদপুরে ঈদের নামাজ আদায় করবেন। পরে তিনি পিতা ও ভাইয়ের কবর জিয়ারত করবেন। দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহমান নিজ গ্রাম জয়রামপুর পুরাতন কাউন্সিলপাড়ায় ঈদের নামাজ আদায় করবেন। দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান বরাবরে মতো এবারো ঈদের নামাজ আদায় করবেন দর্শনা ঈশ্বরচন্দ্রপুর ঈদগা মাঠে। তিনি দিনভর দর্শনা পৌর এলাকায় ঈদের শুভেচ্ছা

মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুরের এমপি, প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ কে কোথায় ঈদুল ফিতরের নামাজ পড়বেন তা কৌতূহলি মানুষের জানার আগ্রহের কমতি নেই। এ বছরের ঈদুল ফিতরে মেহেরপুরের এমপি, প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ নিজ নিজ এলাকায় নামাজ পড়বেন। মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন মেহেরপুর পৌর ঈদগা ময়দানে নামাজ পড়বেন। মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মকবুল হোসেন গাংনীর কেন্দ্রীয় ঈদগা ময়দানে নামাজ পড়বেন। মেহেরপুর-চুয়াডাঙ্গা আসনের সংরক্ষিত মহিলা সংসদ সদস্য সেলিনা আক্তার বানু ঈদ করবেন মেহেরপুরে। মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক গাংনীর কেন্দ্রীয় ঈদগা ময়দানে নামাজ পড়বেন।

মেহেরপুর জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ মো. গোলাম রসুল ঈদের নামাজ আদায় করবেন মেহেরপুর পুরাতন পৌর ঈদগাহ ময়দানে। মেহেরপুরের জেলা প্রশাসক পরিমল সিংহ ঈদুল ফিতরে মেহেরপুর থাকছেন। পুলিশ সুপার আনিছুর রহমান ঈদের নামাজ পড়বেন মেহেরপুর পুলিশ লাইন ঈদের জামায়াতে।

মেহেরপুর জেলা বিএনপির সভাপতি মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন নামাজ আদায় করবেন পৌর ঈদগাহ ময়দানে, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন ঈদের নামাজ পড়বেন শহরের পুরাতন ঈদগাহ ময়দানে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেরপুর-২(গাংনী) আসনের সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন ঈদের নামাজ আদায় করবেন তার নিজ গ্রাম গাংনী উপজেলার হিন্দা গ্রামের ঈদগায়। এছাড়া মেহেরপুরের সাবেক এমপি আওয়ামী লীগ নেতা প্রফেসর আব্দুল মান্নান ঢাকার সোবহানবাগ ঈদগার ঈদের নামাজ পড়বেন।

মেহেরপুর পৌর মেয়র মো. মাহফুজুর রহমান রিটন ঈদের নামাজ আদায় করবেন মেহেরপুর পৌর ঈদগাহ ময়দানে। গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম ঈদের নামাজ আদায় করবেন গাংনীর কেন্দ্রীয় ঈদগা ময়দানে।

মেহেরপুর সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. মারুফ আহম্মদ বিজন ঈদের নামাজ পড়বেন মেহেরপুর পৌর ঈদগা ময়দানে। মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম নিজ গ্রাম আনন্দবাসে ঈদের নামাজ পড়বেন। গাংনী উপজেলা চেয়ারম্যান মুরাদ আলী ঈদের নামাজ পড়বেন করমদী গ্রামে। এদিকে প্রত্যেকে নিজ নিজ স্থানে থেকে জেলাবাসীকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।