কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের নির্বাচনী তফসিল ঘোষণা

আজ মনোনয়নপত্র সংগ্রহ ও প্রতীক বরাদ্দ

 

দর্শনা অফিস: কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচন ২০ জানুয়ারি। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান চিনিকলের মহাব্যবস্থাপক (অর্থ) মোশারফ হোসেন, সদস্য সচিব আকুল হোসেন, সদস্য আব্দুল ফাত্তাহ, আকরাম হোসেন শিকদার ও আব্দুস সালাম সাক্ষরিত নির্বাচনী তফসিলে উল্লেখ্য করা হয়েছে, গত ৬ জানুয়ারি প্রকাশ করা হয়েছে নির্বাচনী এলাকার বিবরণী, ৭ জানুয়ারি প্রকাশ করা হয়েছে খসড়া ভোটার তালিকা, ৮ জানুয়ারি ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির বিষয়ে আপত্তি গ্রহণ। আজ ১০ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এতে মিলের ১১টি বিভাগে মোট ভোটারের সংখ্যা হয়েছে ১ হাজার ২শ ৬ জন। আজ শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করবেন এবং দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করতে হবে। একই দিন বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মনোনয়নপত্র বাছাই ও প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হবে। একই দিন রাত ৮টার মধ্যে প্রার্থিতা প্রত্যাহার করা যাবে। আগামীকাল রোববার বেলা ১১টার দিকে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ২০ জানুয়ারি সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কেরুজ হাইস্কুলে বিরতিহীনভাবে গোপন ব্যালোটের মধ্যে গ্রহণ করা হবে ভোট।