কেরুজ শ্রমিক-কর্মচারি ইউনিয়নের বিশেষ সাধারণসভা ” ২৫ সদস্যের স্থলে ১৩ সদস্য বিশিষ্ট কমিটির নির্বাচন হবে

 

দর্শনা অফিস: শ্রম আইনে কমিটির পরিধি কমানো হয়েছে। এবার কেরুজ চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের ২৫ সদস্য কমিটির স্থলে কমিয়ে ১৩ সদস্য বিশিষ্ট কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। জানুয়ারির প্রথম দিকেই অনুষ্ঠিত হতে পারে সাধারণসভা। ২০ জানুয়ারির মধ্যে নির্বাচনের সম্ভাবনা রয়েছে।

জানা গেছে, ২০০৬ সালে সংশোধন পূর্বক বাংলাদেশ শ্রম আইনে কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের কার্যনির্বাহী পরিষদের সদস্য সংখ্যা নির্ধারণ করা হয় ২৫ জন। ২০১৩ সালে পুনরায় এ নিয়ম বলবত থাকে। ২০১৫ সালে এ আইন সংশোধন করে ২৫ সদস্যের স্থলে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠনের আইন পাস করা হয়েছে। সে মোতাবেক এবারের নির্বাচনে ১৩ সদস্যের কমিটি গঠন হবে। এ লক্ষ্যে গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে কেরুজ রেসন সোপের সামনে শ্রমিক-কর্মচারী ইউনিয়নের বিশেষ সাধারণসভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের সভাপতি তৈয়ব আলীর সভাপতিত্বে সভায় বিস্তর আলোচনা করেন সাধারণ সম্পাদক মাসুদুর রহমান। উপস্থিত ছিলেন সূর্যসেনা শ্রমজীবি সংগঠনের সভাপতি, ইউনিয়নের সাবেক সভাপতি হাফিজুল ইসলাম, সভাপতি প্রার্থী ফিরোজ আহম্মেদ সবুজ, মোস্তাফিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম প্রিন্স, বর্তমান পরিষদের সহসভাপতি রেজাউল ইসলাম, ফারুক আহম্মেদ, যুগ্মসম্পাদক জয়নাল আবেদীন, ইসমাইল হোসেন, খবির উদ্দীন প্রমুখ। তৈয়ব আলী জানান, জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে কমিটি বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক সাধারণ সভা নির্ধারণ করা হবে। সাধারণ সভায় ঘোষণা করা হবে নির্বাচনের দিন। তবে আগামী ২০ জানুয়ারির মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।