কেরুজ বিদ্যালয়ে বিভিন্ন অভিযোগে ১৪ শিক্ষার্থীর অভিভাবককে তলব : অভিযুক্তদের বিরুদ্ধে আজ নেয়া হতে পারে ব্যবস্থা

দর্শনা অফিস: কেরুজ উচ্চ বিদ্যালয়। দর্শনা তথা আশপাশ এলাকার মেধাবী শিক্ষার্থীদের পড়ালেখার একটি অন্যতম বিদ্যালয় হিসেবে পরিচিতি রয়েছে। বছরের শুরুতে এ বিদ্যালয়ে ভর্তির জন্য বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের হিড়িক পড়ে যায়। পরDক্ষার মাধ্যমেই বহিরাগত শিক্ষার্থীদের ভর্তি নেয়া হয়ে থাকে। ফলে প্রতি বছর এ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ফলাফল হয় সন্তোষজনক। মেধাবীদের পাশাপাশি উচ্ছৃঙ্খল শিক্ষার্থীদের সংখ্যা যেন কম নেই।

অভিযোগ উঠেছে, গত বুধবার বিদ্যালয় চলাকালীন সময় বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী ইতু খাতুন, অন্য, লাবণ্য, তুশি, রাকিব, তানাজ, নাবিল, পুতুল, হাসি, অ্যানি, সুমাইয়া, হাসিবুল নবম শ্রেণির ফারিয়া এবং বৃষ্টি নিয়ম ভঙ্গ করে বিদ্যালয় আঙিনার বাইরের কফি হাউজ, বেকারিসহ বিভিন্ন স্থানে আড্ডা দেয়। এ ছাড়া কেউ কেউ তাস খেলায় মেতে ওঠে। এদের মধ্যে কয়েকজন বিদ্যালয়ের ক্লাসরুমের বোর্ড ভাঙচুর করেছে বলেও উঠেছে অভিযোগ। এ অভিযোগে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিযুক্ত শিক্ষার্থীদের ক্লাসরুমে প্রবেশ করতে না দিয়ে যার যার বাড়িতে পাঠিয়ে দেন। সেইসাথে আজ শনিবার সকাল ১০টার দিকে প্রত্যেক শিক্ষার্থীকে তাদের অভিভাবককে সাথে নিয়ে আসতে বলা হয়েছে। সে মোতাবেক আজ সকালে অভিভবাকরা বিদ্যালয়ে আসতে পারেন। মিলের ব্যবস্থাপনা পরিচালকের সাথে মতামতের ভিত্তিতে অভিভাবকদের উপস্থিততে অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হতে পারে।