কূয়াশাছন্ন ভোরে ফের দর্শনা মাইক্রোস্ট্যান্ডের সামনে ছিনতাইকারীদের তাণ্ডব

দর্শনা অফিস: দর্শনা মাইক্রোস্ট্যান্ডের সামনে আবারো তাণ্ডব চালিয়েছে ছিনতাইকারীরা। প্রতিকূল আবহাওয়ায় কূয়াশাছন্ন ভোরে ছিনতাইকারীদের কবলে পরলেও পুলিশের উপস্থিতিতে রক্ষা পেলেন কাঁচামাল ব্যবসায়ী দেলোয়ার। ধাওয়া করে কাউকে ধরতে পারেনি পুলিশ। গতকাল শুক্রবার ভোর ৫টার দিকে দর্শনা পৌর শহরের রিফুজি কলোনীপাড়ার পায়কারি কাঁচামাল ব্যবসায়ী দেলোয়ার হোসেন খুলনা-গোয়ালন্দগামী গোয়ালন্দ ট্রেনের কুষ্টিয়া যাওয়ার উদ্দেশে ভ্যানযোগে দর্শনা হল্টস্টেশনের যাচ্ছিলেন। পথিমধ্যে দেলোয়ার হোসেন দর্শনা মাইক্রোস্ট্যান্ডের সামনে পৌঁছুলে ৪/৫ জনের সশস্ত্র ছিনতাইকারী গতিরোধ করে। ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে দেলোয়ারের কাছে থেকে একটি মোবাইলসেট ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। এ সময় দর্শনা আইসি পুলিশের একটি টহলদল দ্রুত ঘটনাস্থলে পৌঁছুলে পালিয়ে যায় ছিনতাইকারীরা। দেলোয়ার বলেছেন, পুলিশের উপস্থিতির কারণেই মোবাইলসেট খুইয়ে রক্ষা পাওয়া গেলো। তা না হলে কাছে নগদ ৬০ হাজার টাকা ছিনিয়ে নিতো ছিনতাইকারীরা। তবে পুলিশের ভাঙাচুরা ঝনঝনে পিকআপের শব্দেই ছিনতাইকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পুলিশের ভালো গাড়ি থাকলে হয়তো তাদের ধরা সম্ভব হতো। পুলিশ বলেছে, ঘন কূয়াশার কারণেই ছিনতাইকারীদের ধাওয়া করেও ধরা সম্ভব হয়নি। তবে ছিনতাইকারীচক্রের সদস্যদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার করা হবে। উল্লেখ্য গত কয়েকদিন আগেও একই স্থানে ঘটেছে ছিনতাইয়ের ঘটনা।