কুড়ুলগাছির চণ্ডিপুর ন্যাশনাল ফার্মেসির মালিক আটক : প্রচুর পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ উদ্ধার

 

কুড়–লগাছি প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কুড়–লগাছি ইউনিয়নের চ-িপুরে ন্যাশনাল ফার্মেসিতে সেবন ও ব্যবহারের অনুপযোগী মেয়াদোত্তীর্ণ প্রচুর ওষুধ উদ্ধার করেছে কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশ। এসআই সুব্রত বিশ্বাস ও এএসআই আলমগীরের নেতৃত্বে গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে অভিযান চালানো হয় ওই ফার্মেসিতে।

অভিযোগে জানা গেছে, কুড়–লগাছির চ-িপুরের কেরামত আলীর ছেলে ফারুক হোসেন দীর্ঘদিন ফার্মেসি ব্যবসা করে আসছেন। এলাকার লোকজন অভিযোগ করে বলেন, ন্যাশনাল ফার্মেসির ড্রাগ লাইন্সেস নেই। তিনি বিভিন্ন সময় সাধারণ মানুষের কাছে এই মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করেন। গতকাল কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির এসআই সুব্রত বিশ্বাস ফার্মেসিতে তালা মেরে দেন। মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়িতে রাখা হয়।

এদিকে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির এসআই সুব্রত বিশ্বাস বলেন, আগামীকাল (আজ) সকালে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত বিচার করবেন।