কুষ্টিয়া সীমান্তে ৩ অনুপ্রবেশকারীকে ফেরত দিয়েছে বিএসএফ

 

দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় ৩ বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীকে পতাকা বৈঠকের পর ফেরত দিয়েছে বিএসএফ। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বিএসএফ তাদের আটক করেছিলো। অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা হয়েছে।

বিজিবি ও থানা পুলিশ জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় পাবনা সদর এলাকার শহিদুল ইসলামের ছেলে মিরাজুল (২৫) আব্দুর রহিমের ছেলে রফিক (২৬) ও দৌলতপুর উপজেলার হোসেনাবাদ এলাকার আশরাফ বিশ্বাসের ছেলে নুর মোহাম্মদ বিশ্বাস (২৮) মুন্সিগঞ্জ সীমান্ত সংলগ্ন মাথাভাঙ্গা নদীর ওপারে ভারতের কাচারী পাড়া এলাকায় ঘোরাঘুরি করছিলো। এ সময় ভারতের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার কাচারীপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের ধরে নিয়ে যায়। খবর পেয়ে মুন্সিগঞ্জ বিজিবির পক্ষ থেকে বিএসএফকে পত্র দেয়া হলে গতকাল শুক্রবার সকালে ১৫৩/৯ এস সীমানা পিলার সংলগ্ন এলাকায় বিএসএফ ও বিজিবির মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তিন বাংলাদেশিকে ফেরত দেয় বিএসএফ। বিজিবির মুন্সিগঞ্জ ক্যাম্পের কমান্ডার আবুল কালাম জানান, তিন বাংলাদেশিকে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা দিয়ে দৌলতপুর থানায় হস্তানন্তর করেছে।