কুষ্টিয়া মিরপুর উপজেলা নির্বাহী অফিসারের আদালতে জরিমানা

দর্শনা হল্টস্টেশনে জিআরপি পুলিশের হাতে গাজাসহ ৩ কলেজছাত্র আটক

দর্শনা অফিস: চুয়াডাঙ্গায় প্রত্যান্ত এলাকার মাদকাসক্তরা নেশার জন্য ছুটে আসে দর্শনা, পার্শ্ববর্তী আকন্দবাড়িয়া ও রাঙ্গিয়ারপোতা গ্রামে। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত হরেক রকমের মোটরসাইকেলসহ বিভিন্নভাবে নেশাখোররা ভীড় জমায় এ শহরে। দর্শনা হল্টস্টেশনে গাঁজার নেশা করতে এসে গ্যাড়াকলে পড়লো ৩ কলেজছাত্র। স্টেশনের জিআরপি পুলিশের হাতে গ্রেফতারকৃত ৩ জনকে মিরপুর উপজেলা নির্বাহী অফিসার অর্থদণ্ডে দণ্ডিত করেছেন। গত রোববার রাত সাড়ে ১০টার দিকে গাঁজার নেশায় ছুটে আসে চুয়াডাঙ্গা শহরের মাদরাসাপাড়ার তারিকুল হকের ছেলে ইকরামুল হক, কোর্টপাড়ার এখলাস উদ্দিনের ছেলে শাকিল ও ডিঙ্গেদহের মাসুম বিল্লাহর ছেলে মোস্তাফিজুর রহমান। দর্শনা হল্টস্টেশ এলাকার জনৈক মহিলা মাদককারবারীর কাছ থেকে গাঁজা কিনতে আসা এ যুবক মোটরসাইকেল চালিয়ে স্টেশন ওঠে। জিআরপি ফাঁড়ির সামনে মোটরসাইকেল রেখে গাঁজা কিনে ফেরার সময় ফাঁড়ির ইনচার্জ এএসআই ফজলুল করিম ৩ জনকে সন্দেহজনকভাবে গ্রেফতার করে দেহতল্লাশি চালিয়ে উদ্ধার করেছে ৪ পুরিয়া গাজা। ফজলুল করিম জানিয়েছেন, গ্রেফতারকৃত তিনজনই বিভিন্ন কলেজে পড়ুয়া ছাত্র। গতকাল সোমবার গ্রেফতারকৃতদের কুষ্টিয়া মিরপুর উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুর রহমানের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ৩ কলেজছাত্রকে ১ হাজার করে ৩ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেছেন।