কুষ্টিয়া ভেড়ামারায় আওয়ামী লীগের সাথে সংঘর্ষে জাসদ কর্মী নিহত

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারায় আওয়ামী লীগ ও জাসদের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত জাসদ কর্মী বাবলু মারা গেছে। গত বুধবার দিবাগত রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।   তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জাসদ নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে আওয়ামী লীগের ৭ নেতাকর্মীর বাড়িতে হামলা চালিয়ে লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রায় ১২ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে। এলাকায় জাসদ এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এলাকায় ৪ প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছে।

জানা গেছে, গত ৬ নভেম্বর রাতে চাঁদগ্রাম ইউনিয়নের চাঁদগ্রামে আওয়ামী লীগ এবং জাসদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। সংঘর্ষে আওয়ামী লীগের ২ জন এবং জাসদ কর্মী বাবলু (৩৫) গুরুতর আহত হন। তাদের মুমূর্ষু অবস্থায় প্রথমে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ১১ নভেম্বর বাবলুর অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জাসদ কর্মীরা আওয়ামী লীগ নেতা ছাত্তার মণ্ডল, মমিন, ছাদেক, মিরাজ, নাসির, মিজান ও বদর মণ্ডলের বাড়িতে অগ্নিসংযোগ করে । এ সময় লুটপাট ও ভাঙচুর করা হয় এনামুল মেম্বার, মালেক, কুদ্দুস, সদর মণ্ডলের বাড়ি, কামাল ও মজিবারের মুদিদোকানে। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম জানান, এলাকায় একজন নিহত হওয়ার ঘটনার জের ধরে তার সমর্থকরা বেপরোয়া হয়ে অগ্নিসংযোগ, লুটপাট ও ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১২ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে।