কুষ্টিয়া-আলমডাঙ্গা সড়কের ডম্বলপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত রশিদ অবশেষে মারা গেলেন

 

আলমডাঙ্গা ব্যুরো: সড়ক দুর্ঘটনায় রক্তাক্ত জখম আলমডাঙ্গার কেদারনগর গ্রামের আব্দুর রশিদ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার বিকেলে মারা গেছেন। গত পরশু মোটরসাইকেলযোগে কুষ্টিয়া থেকে ফেরার পথে ডম্বলপুর গ্রামের নিকট সড়ক দুর্ঘটনায় তিনি গুরুতর জখম হন। একই সাথে হাসান নামের আনন্দবাসের আরেক যুবকও জখম হয়েছে।

জানা গেছে, আলমডাঙ্গার কেদারনগর গ্রামের আব্দুস সাত্তার ফরায়েজির ছেলে আব্দুর রশিদ (৩৮) ও উপজেলার আনন্দবাস গ্রামের মোবারক হোসেনের ছেলে হাসান গত মঙ্গলবার বিকেলে কুষ্টিয়া শহর থেকে মোটরসাইকেলযোগে আলমডাঙ্গায় ফিরছিলেন। পথিমধ্যে ডম্বলপুর ব্রিজের নিকট সড়ক দুর্ঘটনার শিকার হন। মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আব্দুর রশিদ ও হাসান রক্তাক্ত জখম হন। এলাকাবাসী উদ্ধার করে তাদেরকে দ্রুত হারদী হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে কুষ্টিয়া সরকারি হাসপাতালে রেফার করা হয়। সেখানেও তাদের অবস্থার উন্নতি না হলে নেয়া হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। গতকাল বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুর রশিদের মৃত্যু হয়। তবে হাসান আশঙ্কামুক্ত বলে জানা যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ময়নাতদন্ত শেষে গতকাল সন্ধ্যার পর লাশ বাড়িতে নিয়ে আসার প্রক্রিয়া চলছিলো। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় জানাজা শেষে লাশ গ্রামের কবরস্থানে দাফন করা হবে।