কুষ্টিয়া আওয়ামী লীগের ১৮ নেতা বহিষ্কারের ঘটনায় তোলপাড় : বিক্ষোভ

 

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালী উপজেলা আওয়ামীলীগ, শহর আওয়ামীলীগসহ অঙ্গ সংগঠনের ১৮ নেতা বহিষ্কারের ঘটনায় নেতাকর্মীদের মধ্যে চরম উত্তেজনা ও তোলপাড় সৃষ্টি হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় বহিষ্কারের প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদসভা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে উপজেলাব্যাপী আলোচনা সমালোচনার ঝড় উঠেছে।

জানা যায়, কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মান্নান খান গতকাল বুধবার বেলা দুপুরের দিকে হঠাৎ সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ১৮ জন নেতা বহিষ্কারের ঘোষণা দেন। কুমারখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়া ও দলীয় বিদ্রোহী প্রার্থীদের পক্ষে কাজ করার অভিযোগ এনে বহিষ্কারকৃত ১৮ নেতারা হলেন- কুষ্টিয়া জেলা পরিষদ প্রশাসক উপজেলা এবং কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সদস্য জাহিদ হোসেন জাফর, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আজিজুল হক, সদস্য জয়নাল আবেদীন, কুমারখালী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আখতারুজ্জামান নিপুন, সহসভাপতি গোলাম মুর্শিদ মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক জুলফিকার আলী হিরু, সদকী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল মজিদ, পান্টি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ মোল্লা, যদুবয়রা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হুরমত আলী, সহসভাপতি গোলাম আজিজ, সদস্য কামরুজ্জামান সাবু, বাগুলাট ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মকবুল হোসেন, সদস্য জাহাঙ্গীর আলম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুব আলম বাবু, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এসএম রফিকুল ইসলাম রফিক, যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান তুষার, যুগ্ম আহ্বায়ক রবিউল আওয়াল, পৌর যুবলীগের আহ্বায়ক তুহিন শেখ। বহিষ্কারের ঘটনার প্রতিবাদে সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগের যৌথ আয়োজনে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় বক্তারা বলেন, দলীয় নেতাকর্মীদের বহিষ্কারের পূর্বে দলীয় সভা ডেকে কোনো প্রকার সিদ্ধান্ত না নিয়েই দলীয় ১৮ জন নেতাকে বহিষ্কার করা হয়েছে। কারো সাথে কোনো প্রকার আলোচনা ছাড়াই উপজেলা আওয়ামী লীগের সভাপতি এককভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছেন যা সম্পূর্ণ গঠনতন্ত্র পরিপন্থি।

এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মান্নান খান জানান, আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের নেতাদের সাথে আলাপ করেই এই বহিষ্কারের ঘোষণা দিয়েছি। তিনি বলেন, এটা আমার একক সিদ্ধান্ত নয়, আমার ঊর্ধ্বতন কতৃপক্ষের নির্দেশেই বহিষ্কার করা হয়েছে।