কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় চুয়াডাঙ্গা সদর উপজেলা চেয়ারম্যানের মেয়ে ও গাড়িচালকসহ আহত ৫

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা থেকে কুষ্টিয়া যাওয়ার পথে চৌড়হাঁস ফুলতলা বাজার নামকস্থানে ট্রাকের সাথে উপজেলা পাজেরো গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন চুয়াডাঙ্গা সদর উপজেলা চেয়ারম্যানের স্ত্রী আইরিন, বড় মেয়ে ইভা, গাড়িচালক মুকুল বিশ্বাস, অহিদুল ও ইমরানসহ পাঁচজন আহত হয়েছেন।গতকাল বুধবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত এদের সকলকেই কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসকরা অহিদুলকে ঢাকায় রেফার্ড করার কথা বললেও অতিরিক্ত বমি হওয়ার কারণে স্থানান্তর করা সম্ভব হয়নি। একটু সুস্থ হলেই ঢাকায় নেয়া হয়।

জানা গেছে, কুষ্টিয়া সরকারি কলেজে মাস্টার্স অর্থনীতি বিষয়ে পরীক্ষা দিতে সদর উপজেলার চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাসের সরকারি মিৎসুবিজি পাজেরো জিপগাড়ি (চুয়াডাঙ্গা-ঘ-১১-০০১৬) নিয়ে গতকাল বুধবার ভোরে চুয়াডাঙ্গা নিজ বাড়ি থেকে কুষ্টিয়ার উদ্দেশে রওয়ানা হয় তার মেয়ে ইভা। পথিমধ্যে কুষ্টিয়া চৌড়হাঁস ফুলতলা বাজার নামকস্থানে ট্রাকের সাথে পাজেরো জিপের মুখোমখি সংঘর্ষ হয়। পাঁচজনের মধ্যে ইভা, অহিদুল ও ইমরান কুষ্টিয়া সরকারি কলেজ থেকে মাস্টার্স অর্থনীতি বিষয়ে পরীক্ষা দিতে যাচ্ছিলো।