কুষ্টিয়ায় সাঁতার শিখতে এসে মাদরাসা ছাত্রের মৃত্যু

 

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় মিরপুরে পুকুরে সাঁতার শিখতে এসে জালামিন (১৪) নামের এক মাদরাসা ছাত্রের মুত্যু হয়েছে। গতকাল সোমবার রাত ৮টার দিকে উপজেলার আমলা সরকারি ডিগ্রি কলেজ পুকুর থেকে তার লাশ উদ্ধার করে স্থানীয়রা। সে উপজেলার সদরপুর ইউনিয়নের বড়বাড়ীয়া গ্রামের জপিন উদ্দিনের ছেলে ও সদরপুর সিদ্দিকীয়া দাখিল মাদরাসার অষ্টম শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়ারা জানান, বিকেলে জালামিন সাঁতার প্রশিক্ষণের জন্য আমলা সরকারি ডিগ্রি কলেজ পুকুরে আসে। এসে সে সাঁতারুদের সাথে ব্যায়াম করে পানিতে নেমে সাঁতার শেখার জন্য ডুব দেয়। এ সময় ডুব দিয়ে অন্যরা উঠলেও জালামিন উঠতে পারেনি। তারপরে অনেক খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায় না। পরে রাত আটটার দিকে তার স্থানীয় ও মিরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে পানিতে নেমে তার ডুবন্ত লাশ উদ্ধার করে।

স্থানীয় সাঁতার কোচ মর্জিনা খাতুন জানান, জালামিন আমাদের সাঁতার প্রশিক্ষণার্থীদের মধ্যের কেউ নয়। সে আজকেই নতুন এসেছিলো। সেই সাথে সে কোনো সাঁতার সংগঠনের সদস্য না। আমলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ টিপু সুলতান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।