কুষ্টিয়ায় বাস-ট্রাক সংঘর্ষ : চুয়াডাঙ্গার কোচযাত্রীসহ ট্রাক হেলপার নিহত

 

স্টাফ রিপোর্টার:কুষ্টিয়াশহরতলীর বটতৈল আনসার ক্যাম্পের সামনে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে বাস ওট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ১০জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে দশটায় এ দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসীও পুলিশ জানায়, একটি ট্রাক (খুলনা মেট্রো-ট ১১-০৩০৭) কুষ্টিয়ার দিকেযাওয়ার সময় চুয়াডাঙ্গা থেকে ঢাকা অভিমুখি একটি যাত্রাবাহী বাসকে (ঢাকা-মেট্রো-ব-১১-১৫৮৩) সজোরে পেছন দিক থেকে ধাক্কা দিলে ট্রাক ও বাস উভয়ই উল্টেযায়। এতে ঘটনাস্থলেই ট্রাক হেলপার মারা যান। এসময় ১১ বাসযাত্রী আহত হন।আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হলে রবিউল ইসলাম (২৫) নামের একযাত্রীর মৃত্যু হয়। হাসপাতালে তিনজন বাসযাত্রী চিকিৎসাধীন রয়েছেন। অন্যরাপ্রাথমিক চিকিৎসা নিয়েছেন।কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার আবুবক্কর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফায়ার সার্ভিস কর্মীরাউল্টে যাওয়া ট্রাকের মধ্যে আটকে পড়া হেলপারের লাশ উদ্ধার করেন। দুর্ঘটনারপর কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে প্রায় আধাঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিলো।