কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। গত শনিবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের সামনে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে বাসের সুপারভাইজার সায়েম (৩০), গতকাল রোববার সকাল ৯টায় বিজিবি সদর দফতরের সামনে বাসের ধাক্কায় নির্মল মণ্ডল (৩০) নামে এক মাছ ব্যবসায়ী ও সকালে গোবিন্দপুরে রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় অজ্ঞাত নামা এক ভিক্ষুক নিহত হয়েছেন। এছাড়া সড়ক দুর্ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, রাতে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের সামনে শৈলকুপা থেকে ছেড়ে ঢাকা অভিমুখী কুষ্টিয়া একপ্রেস নামের একটি বাস মালবাহী ট্রাকের পেছনে সজরে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই বাসের সুপারভাইজারের মৃত্যু হয়। এ সময় আহত হন ১০জন। আহতরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

এদিকে সকাল ৯টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কের বিজিবি ক্যাম্পের সামনে শ্যামলী পরিবহনের একটি বাস মিরপুরগামী একটি অটো বাইককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটো বাইকে থাকা মাছব্যবসায়ী নির্মল মণ্ডল রাস্তায় ছিটকে পদে ঘটনাস্থলেই মারা যান।

অপরদিকে সকালে কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কের গোবিন্দপুর এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী বাসের ধাক্কায় অজ্ঞাতনামা এক ভিক্ষুক নিহত হয়। নিহত ওই ভিক্ষুকের নাম-পরিচয় জানা যায়নি।