কুষ্টিয়ায় কোমল পানীয় পান করে শিশুর মৃত্যু: অসুস্থ ২

 

কুষ্টিয়া প্রতিনিধি:কুষ্টিয়ার খোকসা উপজেলায় কোমল পানীয় পান করে আফসানা (১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।অসুস্থ হয়ে পড়েছে শিশুটির মা সীমা (২২) ও তার আড়াই বছর বয়সী মামা শামীম।গতকালশনিবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।ঘটনারসত্যতা স্বীকার করে খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী নওয়াজ সাংবাদিকেদের জানান, বিকেল ৪টার দিকে খোকসা উপজেলার শমসপুর ইউনিয়নেরনিশ্চিন্তবাড়িয়া গ্রামের আসাদ মুন্সির স্ত্রী সীমা বাজার থেকে কোমল পানীয় (আরসি কোলা আপার টেন) কিনে আনে। সে নিজে, তার শিশু ভাই শামীম ও শিশু কন্যাআফসানা পান করেন। তাৎক্ষণিক তারা অসুস্থ হয়ে পড়লে তাদের খোকসা উপজেলাস্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।এখানে অবস্থার অবনতি হলে শিশুআফসানাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার করা হয়। সেখানে নেয়ার পরকর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। অসুস্থ মা সীমা ও শিশু মামাশামীমকে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।